Thursday , June 8 2023

এক ঘণ্টার জন্য ইউএনওর চেয়ারে দশম শ্রেণির বাবলী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) চেয়ারে বসে প্রায় ১ ঘণ্টার জন্য প্রতীকী ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছে দশম শ্রেণির এক শিক্ষার্থী।

শনিবার (২৩ অক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত সে ইউএনওর দায়িত্ব পালন করে। বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্সের উদ্যোগে এবং কর্মজীবী কল্যাণ সংস্থার আয়োজনে এ কার্যক্রম সম্পন্ন হয়।

প্রতীকী ইউএনও শিক্ষার্থীর নাম বাবলী আক্তার। তিনি আইডিয়াল হাইস্কুলের ছাত্রী। তার বাড়ি দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডলপাড়া গ্রামে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে ১ ঘণ্টার জন্য উপজেলা নি’র্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করে স্কুলছাত্রী বাবলী। এ সময় সে বাল্য’বিয়ে, নারী নি’র্যাতন, নিপী’ড়নসহ নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশ করে।

বাবলী আক্তার বলে, আমি নারীর প্রতি স’হিংসতা রোধে কাজ করব। গোয়ালন্দ উপজেলাকে নারী বান্ধব হিসেবে গড়ে তুলব এবং নারীর উন্নয়নে কাজ করব।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। আমরা নারী বান্ধব উপজেলা ও নারীর প্রতি স’হিংসতা রোধে কাজ করব। বাবলীর সব সুপারিশ আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব।

এ সময় উপস্থিত ছিলেন কর্মজীবী কল্যাণ সংস্থার পিআইসি আমজাদ হোসেন, প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুন, কর্মজীবী কল্যাণ সংস্থার কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কর্মকর্তা পথিক পাল প্রমুখ।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …