Saturday , June 10 2023

যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না: পরীমনি

গত ২-৩ দিন ধরে ফেসবুক প্রোফাইল আইডির পাসওয়ার্ড নিয়ন্ত্রণে নেই ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির। জানা গেছে, তার ফ্যান পেইজটি ঠিক থাকলেও নিজের প্রোফাইল আইডি এখন তার নিয়ন্ত্রণের বাইরে।

এ বিষয়ে পরীমনিনি বলেন, কি কারণে আমার ফেসবুক আইডি ডিজেবল হয় তা নিজেও জানি না। তবে কারও হয়তো আমার ফেসবুক আইডি ও অফিসিয়াল ফ্যান পেইজ নষ্ট করার পরিকল্পনা থাকতে পারে। যেটা আমার পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কেউ হয়তো উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বন্ধের চেষ্টা করছে।

পরীমনি আরও বলেন, আমি বলবো যে বা যারা এ কাজ করছে তা মোটেও ঠিক হচ্ছে না। আরেকটা বিষয়, এই অবস্থায় আমার ফেসবুক থেকে যদি কোনো মেসেজ যায় তার দায়দায়িত্ব আমার না। এই মুহূর্তে এটা আমার নিয়ন্ত্রণে নেই।

উল্লেখ্য, এই লাস্যময়ীর অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজ বর্তমানে অ্যাক্টিভ রয়েছে। তিনি গত বছরের শেষ দিকে মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশিত ১০০ জন ‘এশিয়া-প্যাসিফিকস মোস্ট ইনফ্লুয়েনশিয়াল সেলেব্রিটিস অন স্যোশাল মিডিয়া’র তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে স্থান করে নেন। তখন ফেসবুকে পরীমনির ফলোয়ারের সংখ্যা প্রায় এক কোটি ছিলো।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …