Thursday , June 8 2023

সৌ’দি আরবে গান গা’ই’বেন মমতাজ

গান গাইতে সৌদি আরব যাচ্ছেন সংগীতশিল্পী মমতাজ বেগম। আগামী ১৬ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে গান গাইবেন এ ‘ফোক সম্রাজ্ঞী’।

ইতোমধ্যে এ আয়োজনের সব কিছু চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলে ১৪ ডিসেম্বর ঢাকা ছাড়বেন মমতাজ। তার সঙ্গে যাবেন তার গানে নিয়মিত বাজানো যন্ত্রশিল্পীরাও।

বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজা স্টেডিয়ামেও গান পরিবেশন করবেন।

১৬ ডিসেম্বর অনুষ্ঠান উদ্বোধন হবে তার গানের মধ্য দিয়ে। বিকালে সাংস্কৃতিক পর্বেও গান শোনাবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা।

পরদিন শারজা স্টেডিয়ামের একটি অনুষ্ঠানে গান শোনাবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন দুবাইয়ের শেখ ও অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথি।

এ অনুষ্ঠানে মমতাজই প্রধান শিল্পী। এ ছাড়া ভারতের মুম্বাই, কলকাতা, পাকিস্তান থেকেও শিল্পীরা সেখানে গান শোনাতে যাবেন বলে জানা গেছে।

এ বিষয়ে মমতাজ বলেন, ২০০৯ সালে হজ্ব করার জন্য মাকে নিয়ে প্রথম সৌদি আরব গিয়েছিলাম। এবার যাচ্ছি গান করতে। কয়েক বছর ধরে সৌদি গানের শো হচ্ছে।

বাংলাদেশ থেকেও একাধিক শিল্পী সেখানে গিয়ে গান করেছেন। এবার আমি যাচ্ছি। এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা হবে।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …