জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শিশুশিল্পী দীঘি এখন নায়িকা। নায়িকা হিসেবে অভিষেক হতেই একের পর এক সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি।
তবে ছোটবেলা থেকেই যে তিনি সংগীতশিল্পী তাহসান খানের ভক্ত, তা পাল্টায়নি।
বোরবার রাতে প্রিয় সংগীতশিল্পীই দীঘির বহুদিনের স্বপ্নপূরণ করলেন। দীঘির অনেক দিনের ইচ্ছা ছিল কখনো সামনাসামনি তাহসানকে মন ভরে দেখবেন, উচ্ছ্বাস নিয়ে উপভোগ করবেন তার গান!
এদিন রাতে রাজধানীর প্যানপ্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ে এক ফ্যাশন শোতে তাহসানের পারফরমেন্স উপভোগ করেছেন দীঘি। এবারই প্রথম তাহসানকে এতো কাছ থেকে দেখেছেন এই অভিনেত্রী। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত দীঘি।
এদিন জমকালো ফ্যাশন শোতে র্যাম্পে হাঁটতে দেখা যায় দীঘিকে। তিনি বলেন, ‘জীবনে প্রথমবার র্যাম্পে হেঁটেছি। আমি জীবনে কখনও এই রকম শো দেখি নি।
বিশেষ অনুরোধে এতে অংশ নিয়েছি। প্রথম যেকোনো কিছু ঘটার আগে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয় নিজের মধ্যে। তাই রোমাঞ্চটা বেশি কাজ করছে আমারও।’
‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মধ্য দিয়ে নায়িকা হিসেবে বড় পর্দায় যাত্রা শুরু হয় দীঘির।
এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ নামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে তার। বর্তমানে দীঘির হাতে রয়েছে ‘শ্রাবণ জ্যোৎস্নায়’সহ বেশকিছু সিনেমা।