Thursday , June 8 2023

ছেলের সামনে শুভশ্রীর বিকিনি পরা নাচ পছন্দ করলো মিথিলা

সদ্য এক বছর বয়স পেরিয়েছে টালিউড পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রীর ছেলে ইউভানের। প্রথম জন্মদিন এবং দ্বিতীয় দুর্গোৎসব কাটানোর পর সদ্য ইউভান তার বাবা-মার সঙ্গে ঘুরতে গিয়েছিল মলদ্বীপে।

সেখানকার সফর অবশ্য শেষ হয়েছে। সপ্তাহ খানেক আগেই তারা ফিরেছেন কলকাতায়। তবে মলদ্বীপে কাটানো বিভিন্ন বিশেষ মুহূর্তগুলিকে একে একে ইনস্টাগ্রামের শেয়ার করছেন রাজ। সম্প্রতি তিনি ভ্যাকেশন মোমেন্টস থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

রাজের ইনস্টাগ্রাম প্রোফাইলে শেয়ার হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে মা শুভশ্রীর সঙ্গে ইংরেজি গানে জমিয়ে নাচছে ইউভান। মলদ্বীপের সমুদ্রের ধারের রিসোর্টে উঠেছিলেন রাজশ্রী।

ভিডিওতে ধরা পড়েছে সমুদ্রের দৃশ্য। ভিডিওটি যে রাজই তুলেছেন, তা আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। ভিডিওতে দেখা যাচ্ছে মায়ের কোলে চেপে রয়েছে ইউভান। শুভশ্রী তাকে কোলে নিয়ে আপন মনে নাচছেন।

মা-ছেলের এমন মিষ্টি মুহূর্তের ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। ঋতাভরী চক্রবর্তীসহ টলিউডের অন্যান্য তারকারাও এই পোস্টে ভালোবাসার প্রতিক্রিয়া দিয়েছেন। কমেন্ট বক্সে শুভশ্রী এবং ইউভানের এই ভিডিওতে ভালোবাসার ইমোজিও দিয়েছেন অনেকেই।

আর তার মধ্যে বাদ যাননি বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলাও। তিনি শুভশ্রীর এই ভিডিওতে ভালোবাসার ইমোজি দিয়ে নিজের পছন্দের কথা জানিয়েছেন। ভালোবাসা উজাড় করে দিলেও অনেকেই শুভশ্রীর পোষাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি।

‘ছেলের সামনে এই পোশাকে নাচা উচিত নয়’ বলে মন্তব্য করেছেন বেশ কয়েকজন নেটিজেন। এই মন্তব্যে পাল্টার জবাবে অনেকেই তাকে সমর্থনও করেছেন। দুর্গাপূজার মরসুমে অষ্টমীর দিন সকালবেলা দুর্গা মন্ডপে ইউভানকে দেখা গিয়েছিল কাঠি হাতে নিয়ে ঢাক বাজাতে!

খুদেকে ঢাক বাজাতে দেখে নেটিজেনরা বেশ মজা পেয়েছিলেন। এর আগেও মামা জিৎ গাঙ্গুলীর সঙ্গে গিটার বাজিয়ে শুনিয়েছিল ইউভান। এবার রাজশ্রীপুত্রকে বিদেশি গানের ছন্দে নাচতেও দেখলেন নেটিজেনরা।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …