Thursday , June 8 2023

জায়েদ খানের গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় ক্যারিয়ার গেছে অনেক নায়িকার

টানা ৪ বছর ধরে চল’চ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পা’দক হিসেবে দায়িত্ব পালন করা জায়েদ খানের বি’রু’’দ্ধেই রয়েছে নানা অ’ভি’যোগ। গত তিনবছরে ১৮৪ জন অ’ভিনয় শিল্পীর ভো’টাধিকার স্হগি’ত করে রেখেছে চলচ্চিত্র শিল্পী সমিতি।

সম্প্রতি আলোচিত নায়িকা পরীমনিরও সদস্য পদ সাম’য়িকভাবে স্হ’গিত করে এ সংগঠনটি। জানা গেছে, এ নায়কের সঙ্গে বিরোধের জেরেই বেশীরভাগকে সদ’স্যপদ খো’য়াতে হয়েছে।

কয়েকদিন আগেই জায়েদ খান বক্তব্য দিয়েছিলেন একটা দুইটা শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের মানহা’নি হয় সেটি মেনে নেয়া যায় না। পরিমনি ইস্যুতে শিল্পী সমিতির সাধারন সম্পাদক হিসেবে নায়ক জায়েদ খানের এমন কথা খুব স্বাভা’বিক এবং প্র’’ত্যাশিতও বটে। বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা সিলভী। তার মা জানান, চোখের সামনে মেয়ের স’ম্ভাবনাময় ভবি’ষ্যত ন’’ষ্ট হয়ে গেছে। এই সিলভীকে নানানভাবে হে’ন’স্তা করেছে জায়েদ খান। অ’ভি’যোগ তার মায়ের। সিলভী অবশ্য সবার মায়া ‘ত্যা’গ করে ক’রো’নায় মা’রা যান।

শুধু সিলভী নয়, এমন অনেক অ’ভি’যোগ আছে এ নায়কের বি’রু’’দ্ধে। জায়েদের অ’নৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেককেই দিতে হয়েছে মূল্য। অ’ভি’যোগ করেছেন নায়িকা সিমু. সাদিয়া মির্জাসহ অনেকে। এছাড়া তার বি’রু’’দ্ধে শিল্পী সমিতির নামে টাকা তুলে আ’ত্মসা’তের অ’ভি’যোগ রয়েছে। চিত্রনায়িকা বেবী বলেন, জায়েদ খান শিল্পী সমিতির নাম ভা’ঙিয়ে প্রচুর অ’র্থ কা’মিয়েছেন। এগু’লো নিয়ে ফিসফা’স করলেই তিনি তার ক্ষ’মতার প্রয়োগ করেন।

চলচিত্র তারকা সাকিব খান গত রোববার (১৫ আগস্ট) নিজের ফেসবুক পেজে বর্তমান কমিটির কার্যকলা’প নিয়ে প্রশ্ন তুললেও সরাসরি কথা বলতে রাজি হননি। তবে ওমর’ সানি দেশের প্রথম সারির গণমাধ্যমকে জানিয়েছেন তার ক্ষো’ভের কথা। আর পরিচালক কাজী হায়াত এসব বি’ষয়ে নিজের হ’তা’শা প্রকাশ করেন দেশের প্রথম সারির গণমাধ্যমের সাথে আ’লাপকালে।

চলচ্চিত্রের বাইরেও জায়েদসহ তার দুই ভাইয়ের বি’রু’’দ্ধে নিজের প্রভা’ব খা’টিয়ে নিজ জেলা পটুয়াখালিতে একটি বাড়ি দখলেরও অ’ভি’যোগ আছে। এ বি’ষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ’ভি’যোগ করেছে পরিবারটি। সাধারণ শিল্পীদের আশা, অ’ভি’যোগ সব আমলে নিয়ে সত্য উদঘাটনে উদ্যেগী হবে প্রশাসন। তবে জায়েদ খান তার বি’রু’’দ্ধে আনা সকল অ’ভিযো’গ অ’স্বীকার করেছেন।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …