Friday , June 9 2023

এক সিনেমায় বুবলীর তিন নায়ক

চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে সুদূর মার্কিন মুলুকে থাকলেও নতুন একটি খবর জানা গেল বুবলীর। তিন নায়কের নায়িকা হচ্ছেন বুবলী, যাদের মধ্যে দুজনের সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করবেন। চলচ্চিত্রের নাম মায়া দ্য লাভ।

আর সিনেমার নায়করা হলেন- সাইমন সাদিক, জিয়াউল রোশান, আনিসুর রহমান মিলন। এদের মধ্যে শুধু চোখ চলচ্চিত্রে রোশানের সঙ্গে বুবলী স্ক্রিন শেয়ার করেছিলেন।

প্রথমবারের মতো চিত্রনায়িকা বুবলীর সঙ্গে অভিনয় করতে যাওয়া সাইমন সাদিক এই মুহূর্তে গ্যাংস্টার চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে শুটিং করছেন। সেখান থেকে কালের কণ্ঠকে বললেন, ‘নতুন এই ছবিতে গতকালই চুক্তিবদ্ধ হয়েছি। বাকিরা আগেও চুক্তিবদ্ধ হয়েছিল।’

সাইমন বলেন, তিনজনের একজন প্রেমিকা, প্রণয়ঘটিত দ্বন্দ্ব এই চলচ্চিত্রের মুখ্য গল্প। তিন নায়ক ও এক নায়িকা নিয়ে টানা-হ্যাঁচড়া? সাইমন হেসে বললেন, ‘এমনই আর কি। এ রকমই গল্পটা।’

সিনেমাটি পরিচালনা করবেন জসিম উদ্দিন জাকির।‘মায়া দ্য লাভ’ সিনেমার শুটিং আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। প্রথমে ঢাকা ও এর আশপাশে চিত্রায়ণ হবে।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …