Thursday , June 8 2023

ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন পরীমণি

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময়ে বিভিন্ন ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তুলেন চিত্রনায়িকা পরীমণি। তাকে ঘিরে আলোচনা-সমালোচনারও যেনো শেষ নেই। কিন্তু তবুও পরী চলেন নিজের মতো, অনুসারীদের কীভাবে মুগ্ধ করে রাখতে হয়, তা খুব ভালো করেই জানেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় থ্রি-পিসে নজরকাড়া একটি ছবি তিনি আপলোড করেছেন পরীমণি। ছবিতে

পরীমণির গায়ে রয়েছে একটি হলুদ রঙা থ্রি-পিস। খোলা দীঘল চুল পড়ে আছে পিঠজুড়ে। কপালে ছোট্ট একটি কালো টিপ, লাজুক ভঙ্গিমায় তাকিয়ে আছেন নিচের দিকে। মুখ ঢেকে রেখেছেন ডান হাত দিয়ে। তার সামনে রয়েছে টেবিল, সেখানে রাখা লেমন জুস।

নজরকাড়া এ ছবিতে ৬৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। কমেন্ট অপশন বন্ধ করে রেখেছেন বিধায় এতে কেউ মন্তব্য করতে পারেনি। তবে ছবিটি শেয়ার হয়েছে ৩০০’র বেশি।

এই ছবির ক্যাপশনে পরীমণি দিয়েছেন উপদেশ। লিখেছেন, ‘মুক্ত হও, এবং পূর্ণভাবে জীবনটাকে যাপন করো।’ ছবি আর ক্যাপশনের মতই পরীমণির মনোভাব। তিনিও মুক্ত পাখির মতো বাঁচতে চান। জীবনকে পুরোপুরি উপভোগ করতে চান। যদিও বিভিন্ন জটিলতায় সেই মুক্ত জীবনে বাধা এসেছে বারংবার।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …