বিদ্যা বালান। বলিউডে তিনি একজন সুপ্রতিষ্ঠিত অ’ভিনেত্রী। তবে বর্তমানে যেমন ঝাঁ-চকচকে তার ক্যারিয়ার এরমটা আগাগোড়া ছিল না অ’ভিনেত্রীর। বলিউডে পা রেখে নিজের ফিগারের জন্য বেশ কয়েকবার বিতর্কের মুখে পড়েছিলেন তিনি।
কিন্তু বিদ্যা বালান মানেই নারী শক্তির এক জ্বলন্ত উদাহরণ। নিজের অ’ভিনয় দক্ষতার মাধ্যমে সমালোচকদের জব দেয়ার পাশাপাশি বলিউডে জায়গা করে নিয়েছেন প্রথম সারির অ’ভিনেত্রীদের মধ্যে।
একাধিক সুপারহিট ছবির মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বলিউড এমন একটি জায়গা যেখানে সব সময় তৈরি থাকতে হয় পার্ফেক্ট লুক থেকে পোশাক, ফিগার সবেতেই। কিন্তু বিদ্যা বালান আর পাঁচটা অ’ভিনেত্রী দের মতো জিরো ফিগারের অধিকারিণী নয়।
নিজের মোটা ফিগারের কারণে প্রায়ই নেটিজেনদের কাছে সমালোচনার পাত্র হন তিনি।নিজের মোটা ফিগারের কারণে একাধিকবার অ’ভিনেত্রীকে অন্তঃস’ত্ত্বা হওয়ার তাকমা দিয়েছিলেন নেটিজেনরা।
একবার একটি সাক্ষাৎকারে বিদ্যা বালান নিজের মুখেই সেকথা জানিয়েছেন। অ’ভিনেত্রীর বেলি ফ্যা’ট সবসময়ই তার পোশাকে ফুটে উঠত। যার জেরে একাধিকবার অ’ভিনেত্রীর পেটের চর্’বিকে বাচ্চা বলে সম্বোধন করা ‘হতো এবং বলা ‘হত অ’ভিনেত্রী অন্তঃস’ত্ত্বা।
অ’ভিনেত্রী বলেছিলেন, পাশ থেকে তার ছবি তুলতেই পেট কিছুটা মোটা লাগতো। আমা’র কাছে খবর যেত যে আমি অন্তঃস’ত্ত্বা। মহাভারতের গান্ধারী ১০০ সন্তানের মা হয়েছিলেন। কিন্তু আমি মনে করি খবরের জেরে আমি তাকে ছাড়িয়ে গিয়েছি।
কিন্তু এত সমালোচনার মাঝেও অ’ভিনেত্রী তার বিরু’দ্ধে হওয়া ট্রোল ও বডি শেমিং কে পাত্তা দিতেন না। এই প্রসঙ্গে তিনি জানান, সমালোচকরা আমা’র নামে কে কি বলল তাতে আমা’র কিছু আসে যায় না। আমি এতেই খুশি।
প্রসঙ্গত কিছুদিন আগে অ্যামাজন প্রাইম ভিডিও তে মুক্তি পেয়েছে অ’ভিনেত্রীর নতুন ছবি ‘শেরনি’। এই ছবির পরিচালক হলেন অমিত মাসুরকর। সেই ছবিতে অ’ভিনেত্রী মহিলা বন আধিকারিক এর ভূমিকায় অ’ভিনয় করেছেন।