Friday , June 9 2023

অপু বিশ্বাসের পলিটিক্সের শিকার হয়ে প্রবাস জীবন বেঁছে নেন মারুফ

প্রথম ছবি ‘ইতিহাস’ দিয়েই বাজিমাত করেছিলেন কাজী মা’রুফ। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।এরপর ‘অন্ধকার’, ‘ক্যাপ্টেন মা’রুফ’, ‘দে’হরক্ষী’সহ বেশ কিছু ব্যবসাসফল ছবি উপহার দিলেও ২০১৫ সাল থেকে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি।

বিয়ে করে আমেরিকায় বসবাস শুরু করেন। তার আরও একটি পরিচয় আছেন তিনি প্রখ্যাত পরিচালক কাজী হায়াতের পূত্র।সম্প্রতি এক সাক্ষাৎকারে মা’রুফ জানালেন তিনি চিত্রনায়িকা অ’পু বিশ্বা’স ক’র্তৃক ‘ফিল্ম পলিটিক্স’ এর শি’কার হয়েছেন।

যার জন্য ক্যারিয়ারে অনেক ক্ষ’তি হয়েছে তার। অ’ভিমান করে তাই প্রবাস জীবন বেঁছে নিয়েছেন।মা’রুফ বলেন, অ’পু বিশ্বা’স তখন একসঙ্গে ১১ টা ছবির সাইন করেছিলো। তখন মান্না আ’ঙ্কেল মা’রা গেলেন মাত্র। সে সময় মান্নান নামে এক মেকআপম্যান ছিলো।

তিনি তার প্রথম ছবিতে আমাকে নায়ক ‘হতে অনুরোধ করতেছিলেন। আমা’র বিপরীতে থাকবে অ’পু বিশ্বা’স। সে জানিয়েছিলো, আমি রাজি না হলে অ’পু বিশ্বা’সের শিডিউল পাবে না।

মান্নান ভাইয়ের অনুরোধে রাজি হই। ছবিটির শেষ দিনের শুটিং করছিলাম সাভারে আমা’র এক বন্ধূর এক হাসপাতালে।ওইদিন অ’পু বিশ্বা’স আমাকে বলে গেলেন, আপনার মতো হিরো আমি দেখিনি। আপনি অনেক ভালো একজন মানুষ।

মাজার বি’ষয় হচ্ছে, তার পরের দিনই অ’পু বিশ্বা’স আমা’র নামে তার গলার চেইন ও মোবাইল চুরির মাম’লা দেয়। যেখান থেকে এগু’লো হারায় আমি তখন সেখানে উপস্থিতিও ছিলাম না।

অথচ অ’পু আমাকে চোর বানিয়ে কাঠগড়ায় দাঁড় করায়।নায়ক মান্নার মৃ’ত্যুর পর অ্যাকশন হিরো হিসেবে সে সময় পরিচালক ও প্রযোজকদের কাছে কাজী মা’রুফের বেশ চাহিদা তৈরি হয়।

মূলত সে চাহিদাকে ন’ষ্ট করতেই অ’পু এমনটি করেছেন বলে ইঙ্গিত দিয়ে ‘ইতিহাস’ খ্যাত এ নায়ক বলেন, শুনেছিলাম আমা’র বাবার সঙ্গে এফডিসিতে অ’পু বিশ্বা’সের কি একটা বি’ষয় নিয়ে ঝামেলা হয়েছিলো।

যার জন্য সে আমাকে চোরের দায়ে কাঠগড়ায় দাঁড় করায়। সে সময় অ’পু সঙ্গে আমা’র অনেক ছবিতে অ’ভিনয়ের প্রস্তাব আসছিলো। অ’পু সে সময়টাতে আমা’র সঙ্গে এ পলিটিক্সটা করেন।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …