Saturday , June 10 2023

একটা অ্যালোভেরা গাছ পাল্টে দিতে পারে আপনার জীবন

গাছ লা’গানোর দা’বি নিয়ে এই মুহূ’র্তে সরব গোটা দেশ। ক্রমেই বেড়ে চলা জলসংক’ট’কে কে’ন্দ্র করে গাছ আরও বেশি করে লা’গানোর দা’বি উঠছে বিভিন্ন মহল থেকে।

এদিকে শাস্ত্রজ্ঞরাও বলছেন, এক একটি গাছ পাল্টে দিতে পারে অনেকের জীবন। গাছ বাড়িতে রাখা যে কতটা শুভফলদায়ক তা একাধিক উদাহরণ স্প’ষ্ট করে দেয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একাধিক গাছের একাধিক গু’ণের জন্য আর্থিকভাগ্য তুঙ্গে থাকতে পারে অনেকেরই।

দেখে নেওয়া যাক, কোন কোন গাছ বাড়িতে থাকলে তা কী’রকম ফল দেয়। অ্যালো’ভেরা যেকোনও বাড়িতে গেলেই দেখ যায়, সেই বাড়ির ছাদে বা রয়েছে অ্যালো’ভেরা গাছ।

বাস্তুশাস্ত্রবিদরা বলছেন,অ্যালো’ভেরা গাছ যদি বাড়িতে রাখা যায় তাহলে অনেকাংশে উন্নতি ‘হতে পারে বাড়ির মালিকের। এই গাছ স্বা’স্থ্য থেকে অর্থভাগ্য সুখকর প’রিস্থিতি রাখে বলে দা’বি জ্যোতিষশাস্ত্রবিদদের। তবে গাঠটিকে রাখতে হবে পূর্ব দিকে কিংবা উত্তর দিকে।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …