Saturday , June 10 2023

২২ বছর পর নিজের না বলা কথা বললেন শাকিব খান

ঢালিউডের কিং খ্যাত অ’ভিনেতা শাকিব খান। বর্তমান প্রেক্ষাপটে তিনি ঢাকাইয়া সিনেমায় আধিপত্য বিস্তার করে আছেন।

ক্যারিয়ারের শুরুতে অ’পরিপক্ক থাকলেও এখন তার উপর অর্থ ল’গ্নি করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না প্রযোজকরা। এরইমধ্যে চলচ্চিত্র জীবনে ২২ বছর কাটিয়েছেন।

এ প্রসঙ্গে শনিবার (২৮ মে) ‘বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে শাকিব লিখেছেন, যখন চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করি তখন আমি অ’পরিপক্ক কিন্তু দূরদর্শী ছিলাম। জানতাম না কোথায় যাচ্ছি বা কি করব!

শুধু একুটু জানতাম, আমাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং কোনো সময় হাল ছেড়ে দেয়া যাব’ে না। আজ যখন ফিরে তাকাই, তখন আমি সকল মানুষ এবং অ’ভিজ্ঞতার কাছে কৃতজ্ঞ।

তিনি আরো লিখেছেন, আমা’র প্রথম চলচ্চিত্র ‘অনন্ত ভালোবাসা’র পরিচালক এবং প্রযোজকের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে সুযোগ দিয়েছিলেন। এরপর আমা’র সকল পরিচালক, প্রযোজক, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশেষ করে আমা’র ভক্তদের ধন্যবাদ দিচ্ছি যাদের জন্য আজকের আমি তৈরি হয়েছি।

About Adminn

Check Also

জায়েদ খানের গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় ক্যারিয়ার গেছে যেসব নায়িকার

টানা ৪ বছর ধরে চল’চ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পা’দক হিসেবে দায়িত্ব পালন করা জায়েদ খানের …