Thursday , June 8 2023

মুখ ফসকে গোপন লজ্জার কথাটা বলে দিলেন প্রভা

মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া জগতে আগমন ঘটে প্রভার। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অ’ভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু ব্যক্তিগত কেলেঙ্কারি কারণে কিছু সময়ের জন্য তার অ’ভিনয় কর্মজীবন বাধাপ্রা’প্ত হয়।

২০০৫ সাল থেকে মডেলিং এর মাধ্যমে অ’ভিনয় জগতে প্রবেশ করেন প্রভা। তার জনপ্রিয় বিজ্ঞাপনগু’লোর মাঝে রয়েছে মেরিল, তিব্বত, পন্ডস, বাংলালিংক, জুঁই তেল ই’ত্যাদি। প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনেও কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অ’ভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।

তিনি ভার্সন জেড, হানিমুন, ধুপ ছায়া, লাকি থার্টিন, খু’নসুটি ই’ত্যাদি নাটকে অ’ভিনয় করেছেন। তবে এখনো পর্যন্ত কোন চলচ্চিত্রে কাজ করেননি।

রূপে-গু’ণে অনন্যা প্রভা। আর এই রঙিন মানুষটির প্রেমিক ‘হতে যে হাজারো মানুষ মুখিয়ে আছেন, তা আর বলতে হবে না! তাই গু’ণী প্রভার সঙ্গে পিরিত করতে হলে তাঁরও গু’ণ থাকা চাই। ল’জ্জার হলেও সম্প্রতি মুখ ফসকে ঠিকই বেরিয়ে গেল কথাটা!

প্রভা আশ্বস্ত করলেন, গু’ণের তালিকা দীর্ঘ নয়। বরং প্রেমিক বা পাত্রের দুটি গু’ণ থাকলেই চলবে। একটি-শতভাগ বিশ্বস্ত ‘হতে হবে। আর দুই নম্বর-কোনোভাবেই মা’দকের সঙ্গে সম্পর্ক থাকা যাব’ে না।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …