Friday , June 9 2023

এবার নাসিরের সঙ্গে অপু!

অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়া’লেন অপু বিশ্বাস। তাকে নির্দেশনা দিয়েছেন সৈকত নাসির। সিনেমা নয়, বিজ্ঞা’পনের শুটিং করলেন তারা। ক’রো’নার প্রকোপ নিয়ন্ত্রণে না আ’সায় ঝুঁকি নিতে চান না অপু। মা ও সন্তানের কথা ভেবে বেশ কিছু প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান স’ম্প্রতি।

মঙ্গলবার শুটিংয়ে ফে’রেন এক সময়ের নিয়’মিত নায়িকা। তবে কোনো স্পটে নয়, নিজের বাসাতেই জনসচে’তনতামূ’লক একটি বিজ্ঞা’পনের শুটিং করে’ছেন। এ নিয়ে অপু বিশ্বাস গণমা’ধ্যমকে বলেন, “ছোট্ট একটি ইউনিট নিয়ে পরিচালক আমার বাসায় এসেছিলেন। সতর্কতার সঙ্গে শুটিং করেছি। যথাসাধ্য চেষ্টা করেছি নিরাপদ দূরত্ব বজায় রাখার।

হাতে স্যানিটা’ইজার দিয়েছি একটু পরপর। ক্যামে’রা চলার সময়টুকু ছাড়া সবাই মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি।” নির্মাতা বলেন, “বিজ্ঞাপনচিত্র’টিতে অপু দিদির মতো কাউ’কেই লাগত। প্রস্তাব দিলে শর্ত জুড়ে দেন তার বাসা’তেই শুটিং করতে হবে।

মেনে নিলাম। তবে আ’সার সময় ঈদ সালামি নিয়েছি।” গত কয়েক বছরে বেশ কিছু সিনেমার সঙ্গে অপুর নাম জ’ড়ালেও শুধু দেবাশী’ষ বিশ্বাসে ‘শ্বশু’রবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অ’ভিনয় করে’ছেন। এ সিনেমায় তার নায়ক বাপ্পী চৌধুরী।

এখনকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে সকলেরই মন চায়। ছে’লে হোক বা মে’য়ে সকলেরই আত্মনিভর হতে চায়। কিন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।

আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পিছিয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আপনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পারবেন আপনি।

তবে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন নয়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি। OLX এ গিয়ে নিজের নাম রেজিস্টার করে কয়েনটিকে বিক্রি করতে পারবেন।

তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সুযোগ হাতে তুলে নিন। পেয়ে যান ৯.৯৯ কোটি টাকা। আর নিমেষেই হয়ে যান কোটিপতি। ইন্টারনেট এর মাধ্যমে আপনি নিলামে তুলতে পারবেন পুরোনো নোট ও কয়েন।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …