Thursday , June 8 2023

পরিকে … করতে যাবে কেন, নাসির ভাই চাইলে হাজার হাজার পরি কাছে নিতে পারে- হেলেনা

হেলেনা জাহাঙ্গির অনলাইনে বেশ পরিচিত এক নাম। প্রথমদিকে প্রবাসীদের নিয়ে বেশ কাজ করে গড়ে নিয়েছেন ফ্যান ফলোয়ার তবে সেইসব ফ্যান ফলোয়ার মনে আগের মত ভাবাসার জায়গা ধরে রাখতে পারেননি বেশ কিছু বিতর্কের সৃষ্টি করার পর থেকে। গত একবছর আগেও যেখানে

তিনির কোন পোস্টে ৯৯% পজেটিভ কমেন্ট আসতো এখন তার বিপরীত। গত দুইদিন আগে পরিমনী ইস্যু নিয়ে একটা পোস্ট করেন তার পর আজ তিনির নিজস্ব পরিচালনাধীন অনলাইন মিডিয়ায় এক সাক্ষাত প্রচার করেন যা ২১ মিনিটের। পুরো ভিডিও জুড়ে পরিমনীর

অভিযুক্ত নাসিরের পক্ষ নিয়ে অনেক যুক্তি তুলে ধরেন তার কিছু তুলে ধরছি তিনি বলেন নাসির সাহেব যিনি তিনি কিন্থু ৫ বার নির্বাচিত প্রেসিডেন্ট হচ্ছেন উত্তরা ক্লাবের। আমি যত ক্লাবের মেম্বার নাসির ভাই সেইসব ক্লাবের মেম্বার, নাসির ভাই আমার বাসায়

এসেছেন দাওয়াত খেয়েছেন। হেলেনা বলেন পরিমনি ইস্যুতে সব মিডিয়া এত কটা কেমেরা কেন ? বাংলাদেশে কি অন্য কোন ঘটনা নেই? ঘটছেনা?

একজন হুজুরকে খুঁজে পাওয়া যাচ্ছেনা সেইদিকে কেউ নেই কেন? পরিমনিকে কি কেউ মে’রে ফেলেছে ? ধ… করেছে । আমি পরিমনীকে আগে চিনতাম না এখন চিনি তবে আগে নাম শুনেছি। রাত ১২টার সময় তারা কেন যাবে ক্লাবে, নাসির উদ্দিন কেন পরির মত মেয়েকে ধ… ন করতে যাবে উনার (নাসির) পরির মত মেয়ে লাগেনা হাজার হাজার পরি উনার হাতে আছে, উনি চাইলে হাজার হাজার পরি যখন তখন নিতে পারে।

আমি তো মধ্যবিত্ত না উচ্ছবিত্ত ফেমেলির উচ্চবিত্তদের সাথে চলি জানি। আমার কথা হচ্ছে তুমরা মিডিয়া কেন প্রশ্ন করোনা রাত ১২টার পর কেন চলাফেরা করবে কেন প্রশ্ন করেনা। পরিমনীর নতুন এসেছে সে কিভাবে সাড়ে তিনকোটি টাকার গাড়িতে চলাফেরা করে, তার বাসার একেকটা সোফা লাখ টাকার উপরে। সে সপ্তাহে দুবাই যায় আমি দুদকের কাছে অনুরুধ করব

সে এত টাকা কিভাবে পায় তা তদন্ত করা হোক। বিস্তারিত ভিডিও লিংক দেয়া আছে দেখে নিবেন। ভিডিও পোস্টের পর একজন কমেন্ট করেনঃ দেশে মিডিয়া কত নিরীহ লোককে দুষি বানিয়েছে আবার কত দোষীকে নির্দোষ বানিয়েছে কোনদিন দেখিনি হেলেনাকে কথা বলতে তবে নাসির এর হয়ে কেন এত কথা বলতে যাচ্ছেন দালালি বাদ দেন। অন্য একজন কমেন্ট করেনঃ তিইওতো একটা মেয়ে। তুই মেয়ে হয়ে বোড ক্লাবের মেম্বার কি করে হলি? তুইও কেমন মেয়ে দেশের লোকেরা ভালে করে জানে। তুইও পাপিয়ার ছোট বোন।

অন্য একজন কমেন্ট করেন তুমি কোই থাকো মনে হয় এই মাত্র সিংঙ্গাপুর থেকে নামলে নইলে এই আজকেই জন্মো নিলে তাই তুমি পরিমনিকে চিনো না সব ফালতু মানুষ জন কোথাকার। এরখম বেশিরভাগ কমেন্ট ই নেগেটিভ হেলেনার বিপক্ষে করতে দেখা যায়।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …