Saturday , June 10 2023

ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়ত

ইস্তফা দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়ত। গতকাল সোমবার তিনি দিল্লিতে বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা করেন। তারপর আজ ইস্তফা দিলেন তিনি। উত্তরাখণ্ডের যাটোর্ধ্ব এই মুখ্যমন্ত্রী রাজ্যপাল বেবি রানি মৌর্যকে নিজের ইস্তফা পত্র জমা দিয়েছেন।

মনে করা হচ্ছে বিদায়ী মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভারই কোনও সদস্য মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলাতে পারেন। এই দৌড়ে এগিয়ে রয়েছেন ধ্যান সিং রাওয়ত। কাজের জন্য তিনি গাড়োয়াল গিয়েছিলেন। কিন্তু এদিন বিকেলেই তিনি চপারে করে দেরাদুন আসেন। জানা গিয়েছে, দিল্লিতে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ত্রিবেন্দ্র সিং রাওয়ত। অভিযোগ, তাঁরা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দলের বিধায়কদের থেকে অভিযোগ পেয়েছিলেন। অভি’ যোগে বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর পারফর্ম্য়ান্স ভালো নয়। মুখ্যমন্ত্রীর কারণে ফেব্রুয়রি মাসে আসন্ন নির্বাচনে হেরে যেতে পারে দল।

এরপরই দিল্লিতে দলীয় শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন ত্রিবেন্দ্র সিং রাওয়ত। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। শোনা গিয়েছে উত্তরাখণ্ডের এই পরিস্থিতি নিয়ে আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন। নির্বাচনের আগে উত্তরাখণ্ডে নেতৃত্বের পরিবর্তনের কথা মাথায় রেখে পরিস্থিতি বুঝতে শনিবার দেরাদুনে পৌঁছন কেন্দ্রীয় দলের দুই পর্যবেক্ষক- রমন সিং এবং দুষ্মন্ত গৌতম।

এই দুই নেতা তথা পর্যবেক্ষক মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন তাঁরা। কথা বলেন বিজেপির আইডিওলজিক্যাল মেন্টর আরএসএস নেতাদের সঙ্গে। শোনা গিয়েছে তাদের রিপোর্ট পাওয়ার পর পরিবর্তন ও ড্যামেজ কন্ট্রোলের কথা ওঠে। কেন্দ্রীয় দুই পর্যবেক্ষক ফের দেরাদুনে গিয়েছেন। বুধবারও বিধায়কদের সঙ্গে তাঁদের বৈঠক হতে পারে। শোনা গিয়েছে বেশিরভাগ বিধায়কই বলেছেন ত্রিবেন্দ্র সিং রাওয়তের নেতৃত্বে বিজেপির ফের ক্ষমতার আসার সম্ভবনা নেই। সম্ভবত সেই কথাই জানানো হয় রাওয়তকে। মনে করা হচ্ছে এরপরই তিনি ইস্তফা দেন। যদিও ইস্তফা দেওয়ার পর ত্রিবেন্দ্র সিং রাওয়তের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …