Friday , June 9 2023

এবার অনলাইনে খেয়ে দিল সানি লিওনকে

ঋণ দেওয়ার নাম করে প্রতারণা করা হয়েছে সানি লিওনের সঙ্গে। তার প্যান কার্ড ব্যবহার করে অনলাইনে এই আর্থিক জালিয়াতি করা হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

একটি টুইট করে সানি জানান, তার প্যান কার্ড ব্যবহার করে এক ব্যক্তি দু’হাজার টাকা ঋণ নিয়েছেন। এক আর্থিক সংস্থাকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো সাহায্য পাওয়া যায়নি বলে সানির অভিযোগ। কিছুক্ষণ পরেই যদিও টুইটটি মুছে দেন তিনি।

সানির সমস্যার কথা জানতে পেরে সাহায্যের জন্য এগিয়ে আসে একাধিক শেয়ার ব্রোকিং সংস্থা। সুরাহা মিলতেই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে সানি লেখেন, এত সহজে পুরো সমস্যার সমাধান করার জন্য এবং এমন ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে নজর রাখার জন্য ধন্যবাদ। আমি জানি, ভবিষ্যতে অন্যদেরও এমন সমস্যা এড়িয়ে যেতে আপনারা একইভাবে সাহায্য করবেন।

এক ব্যক্তি সানির পোস্টে জানিয়েছেন, তিনিও এই একই সমস্যার সম্মুখীন। তাকে সাহায্যের অনুরোধ করেছেন ‘রাগিনি এমএমএস ২’-এর নায়িকা।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …