কৃষক আন্দোলনের আবহে হরিয়ানার বিজেপি-জননায়ক জনতা পার্টি (জেজেপি) জোট সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধী দল কংগ্রেস। কিন্তু বুধবার বিধানসভায় পরাজিত হল সেই প্রস্তাব।
৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য ৪৬ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। বর্তমানে ৮৮ জন বিধায়ক থাকায় তা কমে দাঁড়িয়েছিল ৪৫-এ। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের সরকারের সমর্থনে ভোট দিয়েছেন ৫৫ জন বিধায়ক। বিজেপি-র ৩৯ জনের পাশাপাশি উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালাল দল জেজেপি-র ১০ এবং ৬ জন নির্দল বিধায়ক কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
অন্যদিকে, বিরোধী দলনেতা ভূপেন্দ্র সিংহ হুডার আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন ৩২ জন বিধায়ক। কেন্দ্রের নয়া কৃষি আইনের প্রতিবাদ জানিয়ে কৃষক আন্দোলনকে সমর্থন করা দুই জেজেপি বিধায়ক, রামকুমার গৌতম এবং দেবেন্দ্র বাবলিও বুধবার অনাস্থা প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন।