Saturday , June 10 2023

বাসরঘর নিয়ে আমি খুব ভয়ে ছিলাম, সেখানে কি হবে আমার জানা ছিল না: পরীমনি

সন্তানের মা হতে চলেছেন চিত্রনায়িকা পরীমনি। বাবা হতে চলেছেন চিত্রনায়ক শরিফুল ইসলাম রাজ। সে খবর পুরোনো, নতুন খবর হচ্ছে

শুক্রবার রাতে হলুদ সন্ধ্যা হয়ে গেল এই জুটির। শনিবার হবে বিয়ের আনুষ্ঠানিকতা। বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম।. তবে এখনই তাদের কিসের বিয়ে বা হলুদ?

কারণ পরীর স্বামী রাজ জানিয়েছিলেন, তাদের বিয়ে হয়েছে ১৭ অক্টোবর। এ বিষয়ে গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘এখন, আসলে কিছু আনুষ্ঠানিকতা হচ্ছে।

তখন (১৭ অক্টোবর) তো কোনো, আয়োজন করা হয়নি। তাই কাছের মানুষ এবং পরিবারের সদস্যদের নিয়ে এ আয়োজন।’এরই, মধ্যে হলুদের কিছু ছবি প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগ, মাধ্যমে।

হলুদ শাড়িতে পরীমনি এবং সাদা-হলুদ পায়জামা-পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ। হলুদ ফুলে সাজানো হয়েছিল, ঘরের দেয়াল। আয়োজনে, আমন্ত্রিত ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম, চয়নি,কা চৌধুরী,

রেদওয়ান রনি। কিছু অপরিচিত মুখও দেখা গেছে, ফেসবু,কে প্রকাশ পাওয়া ছবিতে। ধারণা করা হচ্ছে তারাই হয়তো, পরিবারে,র সদস্য।

এ ব্যাপারে তেমন কিছু বলতে চাননি সেলিম। তিনি, বলেছেন, ‘এ আয়োজনের মাধ্যমে পরী-রাজের পরিবারের সদস্যদের, দেখা, হওয়ার, সুযোগ হয়েছে।’

সেলিমের পরিচালনায় গুণিন, ওয়েব, ফিল্মে, প্রথমবার এক সঙ্গে কাজ করেন রাজ-পরী। পরী, শিগগিরই, মা নামে,র একটি,, সিনেমার, শুটিংয়ে অংশ, নেবেন। সুত্র :bd24live

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …