Thursday , June 8 2023

ছোট বড় সব একইরকম স্বাদ ঠিকমত মজা পেলে হয় : শ্রীলেখা

লম্বা সময় পর আবারও অভিনয়ে ফিরলেন শ্রীলেখা মিত্র। ফিরেই তোলপাড় করে ফেললেন। তার সহশিল্পী হিসেবে রয়েছেন গায়ক ও অভিনেতা শিলাজিৎ মজুমদার। তারা কাজ করেছেন ‘১২ সেকেন্ডস’ নামে একটি শর্ট ফিল্মে। সেখানে দুজনে হাজির হবেন স্বামী-স্ত্রী হিসেবে।

পুরো ফিল্মটি মুক্তির আগে প্রকাশ করা হয়েছে একটি ট্রেলার। সেখানে বেশ উত্তেজনা ছড়ালেন শ্রীলেখা। গ্ল্যামার ও খোলামেলার দৃশ্যের জন্য সবসময়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সেই ধারাবাহিকতা নিয়েই হাজির হচ্ছেন তিনি।

অংশুমান বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় স্বল্পদৈর্ঘ্যের গল্পে দেখা যাবে, শিলাজিৎ জানতে পারেন তার স্ত্রী সৃজিতার (শ্রীলেখা মিত্র) শরীরে রয়েছে অন্য পুরুষের ভালোবাসার চিহ্ন। ছেলে আবার কোকেন আ’’’স’’ক্ত। মেয়ে বয়সে অনেক বড় এক বিবাহিত পু’রু’ষের সঙ্গে সম্পর্কে লি’’প্ত।

এসব কিছু দেখে তিনি নিয়ন্ত্রণ হারান। সবাইকে শেষ করে ফেলতে চান। শেষ পর্যন্ত পারলেন কি না তা নিয়েই রহস্য জিইয়ে রাখা হলো ট্রেলারে। এতে একটি গানও গেয়েছেন শিলাজিৎ। সৈকত ঘোষের কথায় রুদ্র সরকারের সুরে গানটি গেয়েছেন শিলাজিৎ।

বলিউডের মতো টলিউডেও বিচ্ছেদের সুর। একের পর এক তারকা দম্পতি তাদের সম্পর্কে ইতি টানছেন। আর তা নিয়ে কানাঘুষা চলছেই। বিনোদুনিয়ায় যারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন, দিদি বা সহকর্মী হিসাবে তাদের উপদেশ দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি ফেসবুকে লেখেন, ‘যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …