Friday , June 9 2023

দিন শেষে শুনতে হয় প্রতি রাতের রেট কত: ফারিয়া

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অ’ভিনেত্রী ফারিয়া শাহরিন। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিভি সিরিয়ালে অ’ভিনয় করে দর্শক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এই নায়িকা বর্তমানে যুক্তরা’ষ্ট্রে অবস্থান করছেন।

ছোটবোনের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের জন্য যুক্তরা’ষ্ট্রে গিয়ে ব্যাপক নোং’রা মন্তব্যের শি’কার হচ্ছে তিনি। নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে কেমন কদর্য ভাষায় মন্তব্যের শি’কার হচ্ছেন তা একদম খোলামেলা বলেছেন এই অ’ভিনেত্রী।

শুক্রবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ফারিয়া শাহরিন লিখেছেন, মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস ‘হতো আমাকে গা’লি দেওয়ার?

কোনো ন’ষ্টামি, লুইচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় তু বে.. মা… চা… বে বিদেশ গেছোস, কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি, প্রতি রাতের রেট কত, ম’দ থাকলে সরায়ে ফেল, কার কার বিছানা গরম করলি?

ফারিয়া বলেন, অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। র’ক্ত উঠে যায় মাথায়। এই যে এতো গু’লো বছর ভালো থাকলাম এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাইলো নিজেকে তাও কন্ট্রোল করলাম।

দিনশেষে কি পেলাম আমি, মা” নামক একটা উপাধি। আর কিছু না, খুব ক’ষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়। ছোট বোন এর কনভোকেশনের জন্য পাড়ি জমালাম যুক্তরা’ষ্ট্রে নোং’রা কথার শি’কার হচ্ছি প্রতিনিয়ত।

চলমান চিত্রনায়িকা পরীমণি ইস্যুতে মুখ খুলেছিলেন ফারিয়া শাহরিন। এক সময় পরীমণি ও ফারিয়া শাহরিনের মধ্যে তুমুল দ্বন্দ্ব ছিল। মালয়েশিয়ায় পড়াশোনাকালীন পরীমণির সঙ্গে অনলাইন যু’দ্ধে জড়িয়ে পড়েন। সেসব পুরনো কথা। পরীমণির সর্বশেষ জন্ম’দিনে সেসব রাগ অ’ভিমানের অবসান হয়েছে। জন্ম’দিনে উপস্থিত ছিলেন ফারিয়া শাহরিন।

পরে অবশ্য দুজনের মিটমাট হয়ে গিয়েছে আর দ্বন্দ্ব রেখে লাভ কি বলে মন্তব্য করেছিলেন গণমাধ্যমকর্মীদের নিকট। পরীমণির বি’ষয়ে এই অ’ভিনেত্রী মুখ খুলেছেন। বলেছেন, বিয়ের পর

জামাইও যদি বৌকে জোর করে বৌ এর সম্মতি ছাড়া শারীরিক সম্পর্ক করতে চায় সেটাও ‘বৈবাহিক ধxxণ’ হিসেবে গণনা হয়। যখন আইনের শিক্ষার্থী ছিলাম তখন জেনেছি। তাই কারো সম্মতি ছাড়া তার গায়ে একটা টোকা দেওয়াও অন্যায়।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …