Friday , June 9 2023

আমি পুরুষের বিছানার আগুন আর নারীদের বিছানাতেও: অ্যাম্বার হার্ড

অ্যাকোয়াম্যানের অভিনেত্রী অম্বর হার্ড বলেছেন, ‘আমার জন্ম টেক্সাসের অস্টিনে। এক ধার্মিক পরিবারে আমার বেড়ে ওঠা। আমার বাবা এসব দিক দিয়ে খুবই কড়া ছিলেন।

আমি বেশি কথা বলতে ভালোবাসি, আমি নিরামিশাশি এবং হ্যাঁ আমি সোজা বাংলায় উভকামী।

অর্থাৎ আমি ছেলে এবং মেয়েদের প্রতি শারীরিক ও মানসিক এই দুভাবেই আকৃষ্ট। আর আমার প্রথম প্রেমিকা ছিল, প্রেমিক নয়।’ তিনি বলেন, ,প্রথম যখন আমি একটি মেয়েকে প্রেম নিবেদন করেছিলাম সে কিন্তু আমায় ফিরিয়ে দিয়েছিল। কারণ তার পরিবার আমাকে মেনে নেয়নি। তারপর আমি প্রচুর কান্নাকাটি করেছিলাম। কিন্তু আমি বাইরে কোনও রকম খারাপ ব্যবহার করিনি। ‘

অম্বর হার্ড বলেন, এরপর পাঁচ বছর আমার বাড়ির সঙ্গে কোনওরকম যোগাযোগ ছিল না। কিন্তু সিনেমায় অভিনয়ের জন্য যখন পুরস্কার পাওয়া শুরু করি তখন বাবা-মা আমার সঙ্গে কথা বলা শুরু করেন। ভ্যান রি-এর সঙ্গে আমার সম্পর্ক তখন তুঙ্গে।

দীর্ঘ ছয় বছরের সম্পর্কের পর আমি বেরিয়ে আসি। আর এখন একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক। আমার কাছে ভালোবাসাই সব। সেখানে ছেলে বা মেয়ে কোনও বাধা নয়। আমি মানুষকে ভালোবাসতে জানি।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …