বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতী ফখরুল ইসলাম বলেছেন, স্বাধীনতার রজতজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসী মোদীকে বাংলাদেশে কোন ক্রমেই আসতে দেয়া হবেন। তিনি বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের দাবি জানান।
আজ শুক্রবার বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জনসেবা আন্দোলন ঢাকা মহানগর সভাপতি মুফতী জাকির হুসাইন এর সভাপতিত্বে বিভিন্ন দেশে মুসলিম নির্যাতন বন্ধের দাবিতে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এতে আরো বক্তব্য রাখেন জনসেবা আন্দোলনের মহাসচিব মুফতী ইয়ামিন হুসাইন আজমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব আলহাজ আজমখান, মুফতী আব্দুল্লাহ, হাফেজ আব্দুল হালিম, মুফতি ইবরাহীম কাসেম. মুফতি আবু দারদা ও মাওলানা দেলওয়ার হুসাইন। পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়।