Thursday , June 8 2023

মোদীর ভয়ে কৃষক বিক্ষোভকে সমর্থন করছেন না বিরোধীরা : রাকেশ টিকাইত

প্রায় চার মাস ধরে চলছে কৃষক বিক্ষোভ। কিন্তু কোনও বিরোধী দলের নেতাকেই সেভাবে আন্দোলনে অংশ নিতে দেখা যাচ্ছে না। সম্ভবত কেন্দ্রের মোদী সরকারের ভয়েই কেউ এগিয়ে আসছেন না তাঁরা। এমনই দাবি কৃষক নেতা ও বিকেইউ প্রধান রাকেশ টিকাইতের। তিনি বলেন মোদীর ভয়ে কোনও বিরোধী নেতাই মুখ খুলতে চাইছেন না।

শুক্রবার দেশের বিরোধী রাজনৈতিক দলগুলিকে একহাত নিয়ে রাকেশ টিকাইত বলেন কৃষকদের জন্য কথা বলার কেউ নেই। সবাই নিজেদের দলের ইস্যু ও অ্যাজেন্ডা নিয়ে ব্যস্ত। কৃষকদের দাবি দাওয়াগুলি তার তলায় চাপা পড়ে যাচ্ছে। যা ভারতের মত গণতান্ত্রিক দেশে রীতিমতো দুর্ভাগ্যজনক। কেন্দ্র মাত্র দুজন শাসন করেন বলে কটাক্ষ করে টিকাইতের দাবি দেশের গণতান্ত্রিক কাঠামো নষ্ট করা হচ্ছে। যদি প্রকৃত সরকার ক্ষমতায় থাকে, তবেই আলোচনা হয়। কিন্তু যেখানে দুই নেতা কেন্দ্র চালান, সেখানে আলোচনার পরিবেশ আশা করা বৃথা।

টিকাইত এদিন বলেন কৃষকরা আরও অনেকদূর নিজেদের আন্দোলনকে নিয়ে যাবেন। কোনওভাবেই পিছু হঠা হবে না। সেই প্রতিঘাতের জন্য জন্য প্রস্তুত থাকে কেন্দ্র সরকার। এদিকে, বিতর্কিত তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের এই আন্দোলন ১০০ দিন অতিক্রান্ত করেছে। এখনো পর্যন্ত অনড় কেন্দ্রীয় সরকার। অপরদিকে কৃষক নেতা রাকেশ টিকাইত কেন্দ্রীয় সরকারকে স্পষ্ট বার্তা দিয়েছে যে আন্দোলন প্রত্যাহার হলেই কৃষকরা বাড়ি যাবে। ইতিমধ্যে এগারো বার বিজেপি সরকারের সঙ্গে আলোচনায় বসেছে আন্দোলনরত কৃষকরা। কিন্তু কোনো রফাসূত্র বের হয়নি বরং ১২থেকে ১৮ মাস নতুন কৃষি আইন স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিলো। তবে তা মানতে নারাজ কৃষকরা। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি না মানলে আন্দোলন চলতে থাকবে।

২৬শে মার্চ কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করবে। সেই দিনকে সামনে রেখে দেশজোড়া বিক্ষোভ ও বনধের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো। কৃষক নেতা বুটা সিং বুর্জগিল জানান ভারত বনধের পাশাপাশি, ১৫ই মার্চ দেশ জোড়া বিক্ষোভেও সামিল হবেন কৃষক নেতারা। তাদের দাবি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সম্পর্কে উদাসীন কেন্দ্র। অবিলম্বে দাম কমাতে হবে। এরই সঙ্গে সরকারি সংস্থার বেসরকারিকরণের বিরুদ্ধে সোচ্চার হবে তারা।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …