Thursday , June 8 2023

যন্ত্রণা ও হুইল চেয়ার সঙ্গী করেই আবার প্রচারে মমতা

সোমবার থেকে আবার নির্বাচনী প্রচারে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ও নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের দিন অর্থাৎ রবিবার, ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসের দিন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়ি সংলগ্ন তৃণমূল অফিস থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন। শুক্রবারই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছে অনুরোধ করে এক রকম জোর করেই মমতা বন্দ্যোপাধ্যায় ছুটি নিয়ে বাড়ি ফিরে এসেছেন। তাঁর কাছে তাঁর নিজের শরীর থেকে দল সব সময় আগে, সেটাই তিনি বলেন। এবার সেই উদহারণ তিনি তুলে ধরলেন। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে তাঁর আহত হওয়ার ঘটনায় দলের যাতে নির্বাচনের মুখে কোনও সমস্যায় পড়তে না হয় তাই তিনি সোমবার থেকেই প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছেন। সব কিছু ঠিক থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা তাঁর সোমবারের নির্বাচনী প্রচার শুরু করবেন ঝাড়গ্রাম থেকে।

এদিকে শুক্রবার বাড়ি ফিরে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ মহলে বলেছেন, “আঘাত , যন্ত্রনা সব কিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার একমাত্র শক্তি। তাই নিজেরে কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।”

তৃণমূল সংসদ সৌগত রায় এই প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “ষড়যন্ত্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর নন্দীগ্রামে আক্রমণ করে যারা ভেবে ছিলেন মমতাকে নির্বাচনী প্রচারের বাইরে রাখা যাবে তাঁরা এবার বুঝবেন বাংলা জয় করা সহজ কথা নয়। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নামে একজন নেত্রী আছেন। যার সঙ্গে রাজ্যের মানুষ আছেন, আছেন দলের সমস্ত কর্মী ও সমর্থকরা। সোমবার থেকেই নেত্রী প্রচারে নামছেন।”

তবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুইল চেয়ার ব্যবহার করেই আপাতত চলাফেরা করতে হবে। গাড়ির পিছনের আসন খুলে সেখানে হুইল চেয়ার লাগিয়ে তৃণমূল সুপ্রিমোর বসার ব্যবস্থা করা হবে। এটাই চিকিৎসকদের পরামর্শ। তারপর তিনি মঞ্চে উঠবেন হুইল চেয়ার করে। মঞ্চ থেকে মঞ্চের নিচ পর্যন্ত সিঁড়ির পরিবর্তে একটি ramp বানানো হবে সবকটি সভাস্থলে। সেই ramp -এর ওপর দিয়েই তৃণমূল সুপ্রিমোর হুইল চেয়ার ঠেলে মঞ্চে তোলা হবে। মঞ্চে ঘুরে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার অভ্যেস। আপাতত সেটা তিনি করতে পারবেন না। তবে তাঁর ভরসা দলের কর্মী ও জনতার কাছ থেকে তিনি সহযোগিতা পাবেন।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …