Thursday , June 8 2023

নতুন খেলা শুরু চিনের, ব্রহ্মপুত্রের ওপর বাঁধ তৈরির তোড়জোড় বেজিংয়ের…

লাদাখ সীমান্তের দখলদারিতে বিশেষ লাভ করতে না পেরে এবার ব্রহ্মপুত্র নদের ওপর দাদাগিরি ফলাতে চাইছে চিন। পরবর্তী পঞ্চ বার্ষিকী পরিকল্পনায় ব্রহ্মপুত্রের ওপর একাধিক প্রজেক্ট চালু করতে চলেছে বেজিং। সেই খসড়া ইতিমধ্যেই পাস হয়ে গিয়েছে।

ভূতাত্ত্বিকগত অবস্থানের হিসেবে চিন ৫০টিরও বেশি জলপথ বা নদীধারার উৎস। চিনের কাছে ৭৩৯ বিলিয়ন কিউবিক মিটার পরিমাণ জলসম্পদ রয়েছে। সেই সম্পদকে কাজে লাগিয়ে ভারতকে বিপাকে ফেলতে চাইছে চিন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিব্বতে ব্রহ্মপুত্র নদের যে অংশ রয়েছে, সেখানে বিশাল বাঁধ নির্মান করা হবে বলে জানানো হয়েছে। এতে সমস্যা বাড়বে ভারতের।

চলতি বছরেই কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে চিনের পঞ্চবার্ষিকীর খসড়ায়। এই নির্মাণ কাজে ভারত বিপাকে পড়বে কারণ নিজেদের অংশে বাঁধ নির্মাণ করলেও ব্রহ্মপুত্র অরুণাচল প্রদেশ, অসমের ওপর দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের ওপর দিয়ে বয়ে গিয়েছে। যদিও এর উৎস তিব্বতে। তিব্বতের মেডগ কাউন্টির কাছে এই বাঁধ তৈরি হবে। মেডগ কাউন্টি থেকে অরুণাচল প্রদেশের দূরত্ব খুব বেশি নয়। ফলে সমস্যা বাড়তে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন ইয়ারলাং জাংবো নদীর (যা অসমে ব্রহ্মপুত্র নামে পরিচিত) ওপরে বাঁধ নির্মাণ করা হলে কমে যাবে নদের জলস্তর ও গতি। সরাসরি এর প্রভাব পড়বে ভারতে। পাওয়ার কর্পোরেশন কর্প অফ চায়নার চেয়ারম্যান ইয়ান ঝিয়ং জানান, ২০৬০ সালের মধ্যে সেই প্রকল্প বাস্তবায়িত হবে। খুব দ্রুত কাজ শুরু হবে। এই জলবিদ্যুৎ কেন্দ্রের ফলে উপকৃত হবেন হাজার হাজার মানুষ। কার্বন উৎপাদনের পরিমাণ কমাতেই এই প্রজেক্টের সূচনা বলে চিনা বিশেষজ্ঞরা জানিয়েছেন।

পাশাপাশি ব্রহ্মপুত্রের ওপর নির্মিত অরুণাচল প্রদেশের জলবিদ্যুৎ প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনেও সমস্যা দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তিব্বতে এই ব্রহ্মপুত্রের ওপর বাঁধ নির্মাণ করলে নদীর জল তার নিজস্ব গতিতে ভারতে ঢুকবে না। নদীর জল আটকেও দেওয়া হতে পারে। এর ফলে ভারতের যে রাজ্যগুলির ওপর দিয়ে ব্রহ্মপুত্র প্রবাহিত হয়েছে সেই রাজ্যগু’ লি’ তে জলের কষ্ট দেখা দিতে পারে।

About M

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …