Thursday , June 8 2023

মধ্যবিত্তের জন্য সুখবর পানির দামে নতুন ডিজাইনের পালসার

বাইকের অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিলেও, জানা যাচ্ছে, ইতিমধ্যে সাধ্যের দামে পালসারের স্টাইলিস লুক নজর কেড়েছে গ্রাহকদের।

ভারতে মধ্যবিত্ত ও নতুন প্রজন্মের মন কাড়তে বাইক লঞ্চ করল বাজাজ। নাম বাজাজ পালসার ১২৫ নিওন। লুক,ফিচার্স আর মন মত দামে সাধের বাইক ‘হতে পারে এটি। ‘জিগউইলস’ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সদ্য ভারতের বাজারে আসা

বাইকটিকে আউটলুকেই আলাদাভাবে চেনা যাব’ে। নিওন রঙের হাইলাইট রয়েছে এতে। বাইকের অর্থনৈতিক বাজারে মন্দা দেখা দিলেও, জানা যাচ্ছে, ইতিমধ্যে সাধ্যের দামে পালসারের স্টাইলিস লুক নজর কেড়েছে গ্রাহকদের। গ্ল্যামা’রের চেয়ে প্রায় পাঁচ সাত হাজার টাকা কম দামে পেয়ে যাব’েন ১২৫ সিসির নতুন বাজাজ পালসার

নিউ জেনারেশন (এনএস) স্টাইলে পাওয়া যাচ্ছে এই বাইকটি। লাল ও রুপোলি রঙ ও সি’ঙ্গেল পিস সিটে মিলবে এই মডেলে। ১২৫ সিসির

এই বাইকে রয়েছে দুটো গ্যাস চার্জ রিয়ার শক্, সামনে ডিস্ক ব্রেক স’ঙ্গে রিয়ার ড্রাম এবং মেকানিকাল সিবিএস। পালসারের পরিবারে নিওন সম্পূর্ণ আলাদা লুকে অবতার, এমনটাই দাবি করা হয়েছে ‘জিগউইলস’র প্রতিবেদনে।

১৩ আগস্ট লঞ্চের দিন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সাশ্রয়ী দামে মধ্যবিত্তের জন্য বাইক লঞ্চ করল বাজাজ। যাতে রয়েছে ইঞ্জিন ১২৫ সিসি ডিটিএসআই।থ্রিডি ভ্যারিয়েন্টের লোগো রয়েছে এই মডেলে। কোম্পানির দাবি নিওন নতুন প্রজন্মের নজর কাড়বে।

শার্প , স্পোর্টি লুকের বাজাজ পালসার ১২৫ নিওনে রয়েছে ৫-স্পিড গিয়ার বক্স। প্রাইমা’রি কিক করলেই স্টার্ট হয়ে যাব’ে বাইক। চালানোর সময় চালকের পক্ষে

গিয়ার চেঞ্চ করাও খুব সহজ হবে। মনে করা হচ্ছে প্রায় ৪৫ কিলোমিটার মাইলেড দিতে পারে এই বাইক। ভারতে এই মডেলের ড্রাম ব্রেক ভার্সনের দাম মাত্র ৬৪,০০০ টাকা। ডিসক্ ব্রেকের দাম ৬৬,৬১৮ টাকা।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …