Friday , June 9 2023

খালি শরীরে সুইমিংপুলে ঝাঁপ দীপিকার, দেখা গেল সবকিছু

বলিউডের প্রথম সারির অ’ভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বাণিজ্যিক সিনেমায় পেয়েছেন আকাশচুম্বী সাফল্য, আবার বিকল্প ধা’রাতেও নিজের অ’ভিনয়ের ধার বুঝিয়ে দিয়েছেন একাধিকবার। ফ্যাশন সেন্স নিয়েও প্রশংসা পান অ’ভিনেত্রী।

তবে এবার দীপিকার একটি ফটোশুট নিয়ে চলছে ট্রলের বন্যা। তার পোজ দেখে হেসে খু’ন নেট দুনিয়া। অনুসারীদের কটাক্ষে ভরে গেছে তার কমেন্ট বক্স।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন দীপিকা। এতে তার পরনে রয়েছে কমলা রঙের মনোকিনি। ছবিগু’লো তোলা হয়েছে পানির নিচে। অর্থাৎ কোনো সুইমিং পুলের ভেতরে ডুব দিয়ে ক্যামেরাব’ন্দি হয়েছেন অ’ভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো সবচেয়ে নিরাপদ জায়গা হলো পানির নিচে।’

পানির ভেতরে ছবি তোলার ব্যাপারটা ইন্টারেস্টিং বটে। কিন্তু তার পোজ মোটেও পছন্দ হয়নি নেটিজেনের। দীপিকা এমনভাবে বসে এক্সপ্রেশন দিয়েছেন,

যেটা সবার হাসি-ঠাট্টার বি’ষয়ে পরিণত হয়েছে। এক অনুসারী লিখেছেন, ‘এমন লাগছে যেন পায়খানা করতে বসেছে!’ আরেকজন লিখেছেন, ‘পুল নষ্ট করো না, ঘরে বাথরুম আছে না?’

অগণিত নেতিবাচক মন্তব্যের ভিড়ে কিছু প্রশংসাও রয়েছে ভক্তদের। ইতোমধ্যে দীপিকার এই পোস্টে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।

প্রস’ঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অ’ভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। সকুন বাত্রা পরিচালিত সিনেমাটিতে তার স’ঙ্গে আছেন সি’দ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য্য। মূলত এই সিনেমা’র প্রচারণার স্বার্থেই পানির নিচে ফটোশুট করেছেন অ’ভিনেত্রী।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …