ওপারের ভোটের হাওয়া বইছে এপারেও। প্রতিবেশী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্যতম বড় ভোটব্যাংক হলো মতুয়া সম্প্রদায় ও সংখ্যালঘু মুসলিমরা। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের ধারণা ‘হিন্দুত্ববাদী চিন্তাধারার রাজনীতিক’ নরেন্দ্র মোদীর নজরে মতুয়া সম্প্রদায়। সেই কারণেই স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রীর সফরে স্থান পেয়েছে সাতক্ষীরার যশোরেশ্বরী কালী মন্দির।
ভারতের প্রধানমন্ত্রীর সফরে থাকছে মতুয়া সমাজের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মস্থল গোপালগঞ্জের ওড়াকান্দি। ভারতের প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাতক্ষীরা এবং ওড়াকান্দিতে নিরাপত্তার কড়া ব্যবস্থা করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিজে সব ব্যবস্থা পর্যালোচনা করছেন। বাংলাদেশ পুলিশের আইজি বেনজির আহমেদ ও ব়্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন
(র্যাব) মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন। সাতক্ষীরার শ্যামনগরে থাকা বিখ্যাত যশোরেশ্বরী কালী মন্দির ঘিরে বিশেষ হেলিপ্যাড তৈরি করা হয়েছে। পুলিশ প্রধান ও ব়্যাবের মহাপরিচালক এই ব্যবস্থা খতিয়ে দেখছেন।
ঢাকা ও কলকাতার রাজনৈতিক বিশ্লেষণে উঠে আসছে, মতুয়া ভোটব্যাংকের বিষয়টি। পশ্চিমবঙ্গে কমবেশি ৭০টির মতো বিধানসভা কেন্দ্রে এই ভোটব্যাংকের প্রভাব রয়েছে। বাংলাদেশের খুলনা বিভাগ লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনাতে মতুয়ারা ছড়িয়ে আছেন। এদের নিজ পক্ষে টানতে মরিয়া বিজেপি। ভারতে গত লোকসভা ভোটের সময় মতুয়া ভোট অধ্যুষিত আসনগুলিতে বিজেপির জয় তীব্র অস্বস্তির কারণ পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে।
ভারত ভাগের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পড়ে খুলনা বিভাগ। আর একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের হয় এই এলাকা। খুলনা বিভাগের ওড়াকান্দি মতুয়া সমাজের শিকড়। তাঁরা ছড়িয়ে আছেন সীমান্তের দুই দিকে। এই মতুয়াদের মধ্যে ভারতের নাগরিকত্ব সংশোনী ইস্যুর প্রভাব পড়েছে। যদিও পশ্চিমবঙ্গের পূর্বতন বামফ্রন্ট সরকারের নেতাদের দাবি, যদি এতদিন মতুয়াদের ভোট নিয়েই বাম সরকার হলো, তৃণমূল সরকার চলছে ও বিজেপির এমপি হচ্ছেন তাদের আবার নতুন করে নাগরিকত্ব প্রদানের বিষয় তুলছে কেন বিজেপি। একই দাবি তৃণমূল কংগ্রেসেরও।
তবে বাংলাদেশের দিকে মতুয়ারা সংখ্যালঘু। ক্ষমতায় থাকা আওয়ামী লীগের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়কে রক্ষার দায়িত্ব সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটি করে চলেছেন। ভারতের প্রধানমন্ত্রী মতুয়া অধ্যুষিত এলাকার বহু প্রাচীন যশোরেশ্বরী কালী মন্দির দর্শন করবেন এটি তাঁর ইচ্ছা। রাষ্ট্রীয় অতিথিকে পূর্ণ মর্যাদা দেওয়া হবে।