Saturday , June 10 2023

‘পাকিস্তানের থেকেও মোদী বেশি ভয়’ ঙ্কর’, বাংলার ভোটারদের উদ্দেশ্যে বললেন কৃষক নেতা

পাকিস্তানের থেকেও মোদী বেশি ভয়ঙ্কর৷ বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে একথা বললেন কৃষক নেতা বলবীর সিং রাজেওয়াল৷ তিনি বলেছেন, “মোদী সরকার শুধু নিজেদের ভোট ব্যাঙ্কের রাজনীতি করে৷ ওদের পরাজিত করতেই হবে৷”

বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের কৃষকরাও যাতে বিজেপিকে ভোট না দেয়, সেজন্যে ইতিমধ্যেই রাজ্যের কৃষকদের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন সংযুক্ত কিষাণ মোর্চার শীর্ষ নেতৃত্ব। চিঠিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রের বিজেপি সরকারকে নির্বাচিত করে নিয়ে আসায় কোনও লাভ হয়নি কৃষকদের। তিন বিতর্কিত কৃষি আইন নিয়ে এসে কৃষকদের বিপদে ফেলা হয়েছে। এই নতুন তিন কৃষি আইন আদতে কৃষক-বিরোধী আইন। তাঁদের আন্দোলন ১০০ দিন পার করে দিলেও তাতে কোনও ভ্রুক্ষেপ নেই সরকারের। এই চিঠিগুলো রাজ্যের ২৯৪টি আসনের অধীনে থাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে খবর।

সম্প্রতি প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে অল ইন্ডিয়া কিষান সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানান, কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করে কৃষকদের আন্দোলন ১০০ দিন পার করেছে রাজধানীতে। এর ফলে দেশের কৃষকদের এক নতুন পরিচিতি তৈরি হয়েছে। করোনাকালে উৎপাদনের হার কম হওয়ায় দেশের অর্থনীতি সংকটে পড়ে গিয়েছিল। তখন কৃষকরা নিজেদের উৎপাদন বজায় রেখেছিল। তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর নরেন্দ্র মোদী সরকারই সবথেকে বড় বিশ্বাসঘাতক সরকার।’ ওই সাংবাদিক বৈঠকে বলবীর সিং রাজেওয়াল, যোগেন্দ্র যাদব, অতুল কুমার অঞ্জন, সমাজকর্মী মেধা পাটেকর-সহ প্রমুখরা উপস্থিত ছিলেন।

এদিকে, ২৬শে মার্চ কৃষক বিক্ষোভ চার মাস পূর্ণ করবে। সেই দিনকে সামনে রেখে দেশজোড়া বিক্ষোভ ও বনধের ডাক দেওয়া হয়েছে। কৃষক নেতা বুটা সিং বুর্জগিল জানান এই ভারত বনধের পাশাপাশি, ১৫ই মার্চ দেশ জোড়া বিক্ষোভেও সামিল হবেন কৃষক নেতারা। তাদের দাবি অবিলম্বে পেট্রোপণ্যের দাম কমাতে হবে। এরই সঙ্গে রেলের বেসরকারিকরণের প্রতিবাদও জানাবেন তাঁরা। এই বিক্ষোভ দেখাবে বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলি।১৯শে মার্চ আরও একটি প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বুর্জগিল। মান্ডি বাঁচাও খেতি বাঁচাও দিবস পালন করা হবে সেদিন বলে খবর। অন্যদিকে, ২৮শে মার্চ শহিদ দিবস পালন করবেন কৃষক নেতারা। ভগত সিং, রাজগুরু ও সুখদেবের স্মৃতির উদ্দেশ্যে এই দিবস পালন করা হবে। ২৮শে মার্চ হোলিকা দহনে পোড়ানো হবে কৃষি বিলের কপি।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …