Thursday , June 8 2023

চীনের ওপর আছড়ে পড়ছে প্রকৃতির প্রকোপ, জলের তোড়ে ভেসে যাচ্ছে চীনের বিস্তীর্ণ এলাকা। ঝুঁকিতে বাংলাদেশ?

বিশ্বের অন্যতম বৃহত্তম থ্রি জর্জ ড্যামের কাছেই ইচাং শহর। থ্রি জর্জ ড্যামও রক্তচক্ষু দেখাচ্ছে চীনকে। প্রবল জলরাশি ইচাংএ একের পর এক গাড়ি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে।

জলের তোড়ে ভাসাচ্ছে গোটা দক্ষিণ চিন (South China)। উত্তাল হয়ে উঠেছে ইয়াংতজে নদী। রাস্তার উপর বিদ্যুৎ বেগে জল বইছে। ঠিক যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমগ্র হুবেই প্রদেশকে।

চিনের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহুতলের অনেক উচ্চতা পর্যন্ত ঢুকে গিয়েছে বন্যার জল। দোতলার ঘরের মধ্য দিয়ে বইছে বিপুল জলরাশি।

প্রকৃতি এতটাই ভয়াবহ রূপ দেখাচ্ছে চিনকে যে বড় বড় শহর চলে গিয়েছে নদীর ঘোলাটে কাদা মাখা জলের তলায়। বড় বড় গাড়ি ভেসে যাচ্ছে জলের তোড়ে।

ভেঙে পড়ছে বড় বড় বিল্ডিং। ভেসে যাচ্ছে বহুতলের বড় বড় চাঁই। চিনে বন্যার করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। তছনছ হয়ে গিয়েছে পর্যটন শহর ইচাং।

মানুষ শুদ্ধু গাড়ি ভেসে যাচ্ছে নদীর জলে। শেষ পর্যন্ত গাড়ির কাচ ভেঙে উদ্ধার করতে হচ্ছে। ঠিক যেন প্রকৃতির র’ক্ত’চ’ক্ষু গিলে খাচ্ছে চিনকে। পশ্চিমি দেশগুলির চাপে এমনিতেই কোণঠাসা চিন। হংকংএ অ’ন্ত’র্দ্ব’ন্দ্ব,সীমানায় ভারতীয় যু-দ্ধ বিমানের মুহুর্মুহু শাসানি তার উপর মানুষ খেকো বন্যা, সব মিলিয়ে জিনপিংয়ের চরম অবস্থা।

About M

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …