Thursday , June 8 2023

সব পুরুষ এক, আমার কাছে বড় জিনিস ভাল লাগে: শ্রীলেখা

টালিউডের বহুল সমালোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। যিনি ঘুরিয়ে ফিরিয়ে কথাবলার চাইতে সোজা কথা বলতে ভালোবাসেন। তাইতো তিনি ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা বলে পরিচিত।

সবার সামনে বারবার ধরা পড়েছে তার সাহসী রূপ। এবার নতুন করে মুখ খুলে সমালোচনায় এসেছেন তিনি।শ্রীলেখার দাবি, ৪০ পেরিয়ে গেলেও তিনি আগের মতোই রোমান্টিক।

তবে তিনি হতাশ, এক পুরুষের মধ্যে ভালোবাসার সব গুণ আর খুঁজে পাচ্ছেন না! তার ভাষ্য,কারো চুমু খাওয়ার ভঙ্গি ভালো লাগে। কারো রোমান্টিক হাসি। কেউ হয়তো খুবই বুদ্ধিদীপ্ত।

ফলে, এক এক করে ভালোবাসার পুরুষের সংখ্যা বাড়ছেই। এটা ভালো লাগছে না।তার মতে, একমাত্র সৌমিত্র চট্টোপাধ্যায়ের মধ্যে পুরুষের যাবতীয় গুণ খুঁজে পেয়েছিলেন।

তিনি বলেন, সৌমিত্র কাকুর পর এমন একজনকেও দেখলাম না যার সঙ্গে উদ্দাম প্রেম সম্ভব।শ্রীলেখা আরো বলেন, আমার কাছে পুরুষের বয়স, ধর্ম কোনও বিষয় না।

এজ নো বার, কাস্ট নো বার… সে”ক্স বারবার!অভিনেত্রীর প্রশ্ন, এই প্রজন্মে তেমন জোরালো প্রেমিক কই? যিনি এক দেখাতেই ভাসিয়ে নিয়ে যাবেন শ্রীলেখাকে?

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …