Friday , June 9 2023

মাঝ আকাশে ভেঙে পড়ল পাকিস্তানের যু’ দ্ধ’ বিমান, মাথায় হাত পাক এয়ারফোর্সের…

মাঝ আকাশে ভেঙে পড়ল পাকিস্তানের যু’ দ্ধ’ বিমান। মহড়া চলাকালীন পাকিস্তান বিমানবাহিনীর একটি যু’ দ্ধ’ বিমান ভেঙে পড়ে। সকালে যু’ দ্ধ’ বিমান মহড়া চালাচ্ছিল। সেই সময় হঠাত করে পিনডিগেবের কাছে ভেঙে পড়ে।

ভেঙে পড়ার সময় বিশাল বি’ স্ফো’ র’ ণের শব্দ হয় বলে জানান এলাকার মানুষজন। আর সেই আওয়াজ পেয়ে অনেকেই আ’ ত’ ঙ্কে ছোটাছুটি শুরু করে দেয়। তবে কি ধরনের যু’ দ্ধ’ বিমান সেটি ছিল তা পাকিস্তান বিমানবাহিনীর তরফে জানানো হয়নি। তবে মাঝ আকাশে যু’ দ্ধ’ বিমান ভেঙে পড়ার খবর বিবৃতিতে দিয়ে স্বীকার করে নিয়েছে পাক বাহিনী।

এই নিয়ে চলতি বছরে পঞ্চমবার যু’ দ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল পাকিস্তানে। এর আগে সর্বশেষ মার্চে একটি এফ-১৬ যু’ দ্ধ’ বিমান ভেঙে পড়ে। যা পাকিস্তান বিমানবাহিনীর হাতে থাকা অন্যতম সেরা যু’ দ্ধ’ বিমান বলে মনে করা হয়।

পাকিস্তান এয়ারফোর্সের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় দু’ র্ঘ’ টনাটি ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দু’ র্ঘ’ টনা’ র পরে বিমানটির পাইলট নিরাপদে বের হয়েছেন। তবে কি কারণে পাকিস্তানের যু’ দ্ধ’ বিমানটি ভেঙে পড়ল তা এখনও জানা যায়নি। তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

তবে যা’ ন্ত্রিক ত্রুটি থাকার কারণেই এটি ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। পাক এয়ারফোর্সের তরফে জানানো হয়েছে যে, যেভাবে পাকিস্তানের এয়ারফোর্সের যু’ দ্ধ’ বিমানগুলি বারবার দু’ র্ঘটনায় পড়ছে তা নিয়ে চিন্তিত এয়ারফোর্স।

কেন এমন ঘটনা ঘটছে তা দেখার জন্যে একটি বোর্ড গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই বোর্ড দু’ র্ঘ’ টনা’ র কারণ খতিয়ে দেখে রিপোর্ট দেবে। চলতি বছরে এই নিয়ে পঞ্চমবার যু’ দ্ধ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটল।

এর আগে পাকিস্তান এয়ার ফোর্সের এফ-১৬ যু’ দ্ধ’ বিমান ইসলামাবাদের কাছে ভেঙে পড়ে। ওই ঘটনায় উইং কমান্ডার নোমান আকরাম নি’ হ’ ত হয়েছিলেন। ২৩ তম জাতীয় প্যারেডের দিন ওই দু’ র্ঘট’ না ঘটে।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …