Saturday , June 10 2023

মাছের মাথায় পায়রার মুখ, যা নিয়ে চলছে তুলকালাম

চীনের এক সৌখিন মৎস্য শি’কারির হাতে ধ’রা পড়েছে এমন একটি মাছ, যার মাথা দেখতে ঠিক পায়রার মতো। সঙ্গে সঙ্গেই প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ছবি তুলে, কেউ কেউ ভিডিও করে তা ছড়িয়ে দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

গত ৫ জুন দেশটির দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গু’ইঝৌ প্রদেশের গু’ইয়াং শহরে এই মাছ শি’কারের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে এটি রুই প্রজাতির এবং স্বচ্ছ পানির মাছ। সাধারণত এশিয়া ও উত্তর আমেরিকায় এই প্রজাতির মাছ দেখা যায়।

সৌভাগ্যক্রমে যিনি মাছটি ধরেছিলেন, তিনি এটিকে কিছুক্ষণের মধ্যেই পানিতে ছেড়ে দেন। সম্প্রতি চীনে খুঁজে পাওয়া অ’স্বাভা’বিক প্রাণিগু’লোর মধ্যে এটি একটি।

এর আগে গত মাসে চীনে আন্ডারওয়াটার ড্রোন ব্যবহার করে ৩০টি নতুন সামুদ্রিক প্রাণি খুঁজে পাওয়া যায়। সেগু’লোর একটি ছিল র‌্যাটফিস, যার বৃহদাকৃতির কান এবং চোখ আছে।

যদিও তারা অন্ধ। এই ধরনের প্রাণি এর আগে দেখা যায়নি। মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম মিররে প্রকাশিত একটি প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …