Saturday , June 10 2023

জালে ধরা পড়ল বিশাল বড় একটি বোয়াল মাছ

জেলের জালে ধরা পড়ল বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। অতি বৃষ্টির কারণে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই দেখা দিয়েছে স্রোত। এর কারণে প্রায় প্রতিনিয়তই এখন রাজবাড়ী জেলার গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট এলাকার পদ্মা নদীতে ধরা পড়ছে বড় আকৃতির বোয়াল,

আইর, পাঙ্গাস ও বিভিন্ন প্রজাতির মাছ। পদ্মার জেলেরা নৌকায় করে প্রতিদিন মাছ ধরেন, জেলেরা মাছ ধরে তা বাজারে বিত্রি করে তাদের প্রতিনিয়ত সংসার চালিয়ে থাকে, এবার

জেলেদের কপালে জোটল আস্ত বড় এক বোয়াল যা জেলেদের ভাগ্য বদলীয়ে দিতে পারে গতকাল বৃহস্পতিবার ভোর রাতে দৌলতদিয়া ৬ নং ফেরি ঘাটের অদূরে ওসমান নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বোয়াল মাছ। পরে

সকালে মাছটিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ৯৭৫ টাকা কেজি দরে প্রায় সাড়ে ১৭ হাজার টাকায় কিনেন। পরে তিনি সামান্য লাভে ১১০০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবেন করেন।

তিনি আরো বলেন, মাছ যত বড়ই হোক না কেন তা বিক্রি হয়ে যায়। মাছ বিক্রিতে তেমন কোন সমস্যা হয় না। তবে মাঝে মধ্যে একটু সময় লাগে। আমাদের দেশের বিভিন্ন স্থানের বড় বড় শিল্পপতি ও ব্যবসায়ীরা এসব বড় মাছ কিনে থাকেন।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …