Thursday , September 28 2023

আমাকে চেনে না ওয়ার্ল্ডে এমন কোন লোক নেই : হিরো আলম

গত বছরের প্রথম দিকে হঠাৎ করেই তুমুল আলোচনার শীর্ষে উঠে আসেন বগু’ড়ার হিরো আলম।
যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমেও দৃষ্টি কাড়েন তিনি। এরপর বড় পর্দায়ও

নাম লেখান এই ‘কমেডি হিরো’। আজ রে’ডিও ক্যাপিটাল এফএম-এর ক্যাপিটাল ব্রেকফাস্ট নামের

একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, হিরো আলমকে চেনে না ওয়ার্ল্ডে এমন কোন লোক নাই।

এসময় তিনি বলেন, নেগেটিভ থেকেই পজেটিভ হয়। এই যেমন এখন মানুষ আমাকে পজেটিভলি দেখছে।

অনুষ্ঠানে হিরো আলম কয়েকটি গানের কলি পরিবেশন করেন। এছাড়া তিনি জানান, খুব শিগগিরই ‘হিরো আলম ১’ ও ‘হিরো আলম ২’ নামে তার দুটি মিউজিক ভিডিও আসছে। এসব মিউজিক ভিডিওতে তার সাথে ৮ জন নায়িকা কাজ করবেন বলে তিনি জানান।

অনুষ্ঠানের শেষ দিকে সবাইকে বাংলাদেশি নাটক, গান ও সিনেমা দেখার অনুরোধ করেন তিনি।

About Adminn

Check Also

বিয়ে বাড়িতে হাজির হয়ে প্রেমিকের চিৎকার, উঠে চলে গেল বরপক্ষ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রেমিকার বিয়েতে এসে প্রেমিকের চিৎকার-হট্টগোলে বিয়ের আসর থেকে উঠে চলে গেছে গেছে …