Thursday , June 8 2023

হাইভোল্টেজ মঙ্গলবার, বাঁকুড়ায় আজ তিনটি সভা মমতার

সরগরম রাজ্য-রাজনীতি। শহর থেকে জেলা ভোটের প্রচার তুঙ্গে। রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সব পক্ষ। একদিকে, চোট পাওয়া পা নিয়ে হুইলচেয়ারে ঘুরেই বিরোধীদের চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন তৃণমূলনেত্রী। অন্যদিকে, শাসকদলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে ময়দানে গেরুয়া শিবির।

তৃণমূলকে কাঠগড়ায় তুলে প্রচারে তীব্রতা বাড়াচ্ছে বাম, কংগ্রেস ও আব্বাসের দল। এই আবহেই আজ বাঁকুড়ায় তিনটি নির্বাচনী সভা করবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার পাশাপাশি আজ বাঁকুড়াতেই রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। কোতুলপুরে দলের প্রকাশ্য সভাতেও প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন নাড্ডা।

মঙ্গলবার রাঢ়বঙ্গে টানটান রাজনৈতিক আবহ। শাসক-বিরোধী সব দলই জেলাজুড়ে প্রচার সারছে। একদিকে এদিন বাঁকুড়ার শালতোড়া, ছাতনা, রাইপুরে সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরই পাশাপাশি এদিন বিষ্ণুপুরে রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রোড শো শেষে কোতুলপুরে নির্বাচনী সভাও করবেন নাড্ডা। সব মিলিয়ে বাঁকুড়া আজ সরগরম। বাঁকুড়ার পাশাপাশি আজ লাগোয়া পুরুলিয়া জেলাতেও সভা রয়েছে তৃণমূল ও বিজেপির।

পুরুলিয়ায় দলের প্রকাশ্য সভায় প্রধান বক্তা যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশের জেলা পশ্চিম মেদিনীপুরেও আজ বিজেপির মেগা কর্মসূচি। দলের সভায় প্রধান বক্তা বিজেপির কেন্দ্রীয় নেতা তথা দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি ও বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। একইসঙ্গে এদিনই বেলদায় বিজেপির সভায় প্রধান বক্তা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

একুশের লড়াইয়ের মঞ্চ তৈরি। ভোট ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ। সবার আগে প্রার্থী ঘোষণা করে দিয়ে নির্বাচনী ময়দানে বিরোধীদের কড়া চ্যালেঞ্জের মুখে ফেলেছে তৃণমূল। একুশের ভোটে আবারও রাজ্যে ক্ষমতায় ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ শাসকদল তৃণমূল। অন্যদিকে, আসন্ন নির্বাচনে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে প্রচারে ঝড় তুলছে বিজেপি।

একুশের ভোটে বিজেপি বাংলায় দুশোর বেশি আসনে জয়লাভ করবে বলে আত্মবিশ্বাসী মোদী-শাহ-নাড্ডারা। ভো ময়দানে জোর টক্কর দিতে তৈরি বাম-কংগ্রেস জোট। আব্বাসের দলের জোটে অন্তর্ভুক্তিতে দু’দলের নেতারাই সুর চড়াচ্ছেন। ভোট ময়দানে তৃণমূল ও বিজেপির সঙ্গে সমান টক্কর দিতে তৈরি সংযুক্ত মোর্চা।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …