Thursday , June 8 2023

এপ্রিলে ভারত সফরে বরিস জনসন, কী বার্তা দেবেন সেই দিকে তাকিয়ে আন্তর্জাতিক মহল

করোনার দাপটে নাজেহাল গোটা বিশ্ব। মারণ ব্যাধির থাবায় পর্যদুস্ত সকলেই। ব্যাতিক্রম নয় ব্রিটেনও। করোনার নতুন স্ট্রেনের দাপটে চলতি বছর জানুয়ারি মাসে ভারতের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসা হয়ে ওঠেনি ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। করোনার সং’ ক্র’ মণ রুখতে লকডাউন ঘোষণা করায় জানুয়ারি মাসে বাতিল করে দেওয়া হয় বরিস জনসনের ভারত সফর।

তবে বর্তমানে ভারত ও ব্রিটেনের করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় চলতি বছর এপ্রিল মাসে ভারত সফরে আসতে পারেন ব্রিটেনের দ্বিতীয় বারের প্রধানমন্ত্রী বরিস জনসন৷

সোমবার প্রধানমন্ত্রী বরিস জনসনের ডাউনিং স্ট্রিট অফিসের তরফে ঘোষণা করা হয়েছে যে চলতি বছরের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী ভারত সফরে যেতে পারেন। যদিও এর থেকে বেশি কিছু এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি।

শুধু তাই নয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে এটাই প্রথম ভারত সফর হতে চলেছে বরিস জনসনের। এর আগে করোনার কাঁটায় জানুয়ারি মাসে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হয়ে আসার সফর বাতিল করতে হয়েছিল তাঁকে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার পর প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক কোন দিকে এগোয় সেই দিকে তাকিয়ে গোটা বিশ্ব। শুধু তাই নয়, চলতি বছর জুনে জি-৭ সামিটে ব্রিটেনের তরফে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। চলতি বছর জুনে ব্রিটেনে আয়োজিত এই জি-৭ সামিটে বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিটেনে আসার অনুরোধও জানিয়েছেন তিনি।

এদিকে গত মাসেই ব্রিটেন ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিও (সিপিটিপিপি) ও প্রগতিশীল চুক্তিতে যোগদানের জন্য ভারতের প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছিলেন। এছাড়াও ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য ও প্রভাবের নতুন পথ খোলার জন্য ১১ টি দেশের সদস্যপদ গ্রহণের অনুরোধও জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, চলতি বছর বরিস জনসন ভারত সফরে আসলে ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে ২৭ বছর কেউ ভারত সফরে আসছেন।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …