Thursday , September 28 2023

নিখরচায় রেশন-বিলির ঘোষণা, মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত অভিযোগ কমিশনের

নির্বাচনী প্রচারে গিয়ে বিনা পয়সায় রেশনপণ্য বিলির ঘোষণায় বিপাকে পড়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে।

একুশের লড়াই জমজমাট বঙ্গে। রাজ্যজুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে শাসক-বিরোধী সব পক্ষ। প্রচারে গিয়ে বিভিন্ন দল নানারকম প্রতিশ্রুতি দিচ্ছে আমজনতাকে। শাসক থেকে শুরু করে বিরোধী দলগুলিও ক্ষমতায় এলে নানা প্রতিশ্রুতির আশ্বাস দিয়ে চলেছে।

তবে সম্প্রতি তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে গিয়ে বিনা পয়সায় রেশন পণ্য বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা করেছেন। সোমবার প্রকাশ্য সমাবেশে তৃণমূলনেত্রীর বিনা পয়সায় বাড়ি-বাড়ি রেশন পণ্য বিলির ঘোষণায় নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন হয়েছে বলে মনে করছে কমিশন। স্বতঃপ্রণোদিত হয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ এনেছে নির্বাচন কমিশন।

এর আগেও এক বিজেপি নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। ওই বিজেপি নেতার অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে থাকা ৬টি অপরাধমূলক মামলার তথ্য মনোনয়নপত্র জমার সময় উল্লেখ করেননি।’’

ঠিক তার পরেই নির্বাচন কমিশন এবার বিনা পয়সায় রেশন পণ্য বাড়ি-বাড়ি পৌঁছে দেওয়ার ঘোষণা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে তৃণমূলনেত্রীর বিরুদ্ধে অভিযোগ এনেছে। ইতিমধ্যেই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়াও শুরু করেছে নির্বাচন কমিশন।

পুরুলিয়া জেলা প্রশাসনের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী সভায় দেওয়া রেশন-সংক্রান্ত সেই প্রতিশ্রুতির বিস্তারিত তথ্যও চেয়ে পাঠিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারে বেরিয়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নয়া কোনও প্রকল্পের ঘোষণা করেন, তবে তা নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের সামিল বলেই মনে করে কমিশন। পুরুলিয়া জেলা প্রশাসনের কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সভার ভিডিওগ্রাফিও চেয়ে পাঠিয়েছে কমিশন।

সম্ভবত আজ বুধবারই নির্বাচনী ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল। ইস্তেহারে ‘দুয়ারে রেশন’ সংক্রান্ত একটি প্রকল্পেরও উল্লেখ থাকবে বলে জানা গিয়েছে। একুশের নির্বাচনে জিতে তৃণমূল ক্ষমতায় ফিরলে ওই প্রকল্প চালু করে দেওয়া হবে বলে আশ্বাস থাকবে ইস্তেহারে। তবে নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন বণ্টনের ঘোষণা করে নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলেই মনে করে কমিশন।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …