Thursday , June 8 2023

মোদিবিরোধী সমাবেশ করলে কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবেঃ সঞ্জিত চন্দ্র দাস

শুক্রবার বামজোট ঘোষিত মোদিবিরোধী সমাবেশ ঠেকানোর ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

তিনি বলেন, আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাঠে থাকবে। বামজোট কীভাবে সমাবেশ করে আমরা তা দেখে নেবো।

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সনজিত বলেন, শুনেছি আগামীকাল রাজু ভাস্কর্যে বামজোট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিবিরোধী সমাবেশ করবে। কালকে তাদের সঙ্গে দেখা হবে। তাদের কলিজা টেনে ছিঁড়ে ফেলা হবে।

এর আগে আজকে দুপুরে মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় আগমন ঠেকানোর ঘোষণা দেয় প্রগতিশীল ছাত্রজোট। একইসঙ্গে আগমনের প্রতিবাদে কর্মসূচির ঘোষণা দেয় বামজোটের নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি বলেন, যেকোন মূল্যে আগামীকালের বামজোটের কর্মসূচি প্রতিহত করা হবে। আমরা যদি ১০ জনও থাকি, আমরা ১০ জন যে আদর্শে বিশ্বাস করি সে আদর্শিক শক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিব আদর্শের সৈনিকের অভাব নেই। সীমালঙ্ঘন করবেন না, সীমালঙ্ঘন করলে পিঠের চামড়া থাকবে না।

About M

Check Also

বাড়িতে কোন দিকে গণেশের মূর্তি রাখা শুভ || বাড়িতে গণেশ মূর্তি রাখা আসল রহস্য জেনে নিন

প্রতিটি মানুষের কাছে তার বাড়ি হয় তার কাছে সবচেয়ে প্রিয় যায়গা । প্রত্যেকেই তার বাড়িকে …