Saturday , June 10 2023

আইইডি বিস্ফোরণে কেঁপে উঠলো ঝাড়খণ্ড…

সংবাদ মাধ্যম পিটিআই’র বরাতে জানা যায়, সিংভূম জেলার হোয়াহাতু গ্রামে স্থানীয় সময় সকাল ৮ টা ৪৫ মিনিটের দিকে ঘটানো এ বো’ মা’ র বি’ স্ফো’ র’ ণে রাজ্য পুলিশের বিশেষ শাখা ঝাড়খন্ড জাগুয়ারের দুই সদস্য নি’ হ’ ত হয়েছে। বি’ স্ফো’ র’ ণে আইইডি ব্যবহার করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

সংবাদ সংস্থা এএনআইকে ঝাড়খণ্ড পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নকশালদের রাখা আইইডি বি’ স্ফো’ র’ ণে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনীর দু’জনের মৃ’ ত্যু হয়েছে। আ’ হ’ ত আরও তিন। বি’ স্ফো’ র’ ণে’ র পরে এলাকায় ব্যাপক ত’ ল্লাশি শুরু হয়েছে। আ’ হ’ ত জওয়ানদের মধ্যে একজন সিআরপিএফ জওয়ান রয়েছেন বলে জানানো হয়েছে। বাকিরা জাগুয়ার বাহিনীর।

কর্মকর্তারা জানান, এ হা’ ম’ লা’ য় ঝাড়খন্ড জাগুয়ার এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের অপর দুই সদস্য আ’ হ’ ত হয়েছে। এই যৌথ দলটি ওই এলাকায় অভিযান চালাচ্ছিল।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …