প্রতিবেদনা জানানো হয়, মহারাষ্ট্রের জলগাও এলাকায় অবস্থিত ‘আশাদ্বীপ উইমেনস হোস্টেলে’ বসবাসকারী ছাত্রীরা পুলিশের বিরুদ্ধে সম্প্রতি এই বি’ স্ফো’ র’ ক অভিযোগ করেছেন। ওই হোস্টেলের ভেতর পুলিশসহ অন্যান্য মানুষের প্রবেশ এবং নগ্ন হয়ে ছাত্রীদের নাচতে বাধ্য করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এরপর বিষয়টি জানাজানি হয়, শুরু হয় তীব্র সমালোচনা। এ ঘটনার মহারাষ্ট্রের রাজ্য বিধানসভায় শোরগোলের সৃষ্টি হয়েছে। দেওয়া হয়েছে দ্রুত তদন্তের নির্দেশ।
হোস্টেলের ছাত্রীদের অভিযোগ, তদন্তের নামে বেশ কয়েকদিন ধরে পুলিশ ও বাইরের কিছু লোক হোস্টেলে ঢুকছে। এসময় ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করছে তারা। হোস্টেলে এসে জোর করে ছাত্রীদের পোশাক খুলতে বাধ্য করা হচ্ছে। ভয় দেখিয়ে মেয়েদের ন’ গ্ন করে নাচতেও বাধ্য করছে তারা। এমনকি ছাত্রীদের এই নাচ অভিযুক্তরা ভিডিও করছেন বলেও অভিযোগ করেছেন তারা।
জানা যায়, সেই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এরপরেই শুরু হয় তোলপাড়। এই ইস্যুতে বিধানসভায় প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিকগুলো।