Friday , June 9 2023

আবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য করে বিতর্কে চিরঞ্জিত

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই জনসভা থেকে বিজেপি-র বিরুদ্ধে তোপ দেগে বলেন, “কে কী পরবে, কে কী খাবে সেটা বিজেপি ঠিক করে দেওয়ার কে?” কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক করে দেওয়া বারাসাতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত চক্রবর্তী মহিলাদের পোশাক নিয়ে সেই একই রকম মন্তব্য করে বিতর্ক বাড়িয়ে দিলেন। শুক্রবার চিরঞ্জিত চক্রবর্তী বারাসতের এক সভা থেকে বলেন, “চারপাশের পরিবেশের সম্পর্কে সচেতন হয়ে মহিলাদের পোশাক পরা উচিত।” চিরঞ্জিতের এই বক্তব্যে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পরে গেছে। তবে চিরঞ্জিত নিজে বলেছেন, “আমি করোও ড্রেস কোড নিয়ে বলছিনা। আমার কথা হচ্ছে কেউ পোশাক পরার আগে তার উচিত মানসিকভাবে সচেতন থাকা।” তবে চিরঞ্জিতের এই মন্তব্য ভোটের বাক্সে প্রভাব ফেলে কিনা সেটাই দেখার ।

২০১২ সালে বারাসতে এক যুবতীকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে গিয়ে ওই যুবতীর ভাইকে প্রাণ দিতে হয়েছিল। সেই সময় চিরঞ্জিত মহিলাদের পোশাক নিয়ে একই রকম মন্তব্য করে বিতর্ক বাড়িয়েছিলেন। বার বার কেনও তিনি এই জাতীয় মন্তব্য করছেন সেই প্রসঙ্গে চিরঞ্জিতবাবুকে প্রশ্ন করলে তাঁকে ফোনে পাওয়া যায়নি।

চিরঞ্জিতের বক্তব্য, “শ্রাদ্ধবাসরে ও ডিস্কোথেকে যাওয়ার পোশাক এক নয়। ভিড় ট্রেনে কী পোশাক পরা উচিত আর পার্টিতে কী পোশাক পরা উচিত সেটা সম্বন্ধে সবার ধারণা আছে।” তবে চিরঞ্জিত একজন অভিনেতা। একজন বিধায়ক, সচেতন মানুষ হিসেবে সমাজ তাঁকে মান্যতা দেয়। তাই তাঁর মুখ দিয়ে বার বার এই জাতীয় মন্তব্য শোনার পর করোও বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে তিনি মেয়েদের পোশাক নিয়ে যা বলছেন সেটা তাঁর মানসিকতা। না হলে একই বিষয়ে বার বার একই কথা তিনি বলছেন কেন?

কিছুদিন আগেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিংহ রাওয়াত ছেঁড়া জিনস নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েছিলেন। তিনি বলেছিলেন, “ছেঁড়া জিনস পরা সমাজরের জন্য সঠিক দৃষ্টান্ত স্থাপন করে না।” উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর তৃণমূল সংসদ মহুয়া মৈত্র ট্যুইট করে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ‘নির্লজ্জ্য ব্যক্তি” বলে মন্তব্য করেন। ট্যুইটে মহুয়া মৈত্র লেখেন, “সিএম সাহেব, যখন আপনাকে দেখি তখন উপর, নিচে, সামনে পিছনে একজন নির্লজ্জ ব্যক্তিকে দেখতে পাই।” কিন্তু সেই মহুয়া মৈত্রর দলেরই এক বিধায়ক ও বর্তমান বিধানসভা নির্বাচনের প্রার্থী চিরঞ্জিত যখন এহেন মন্তব্য করছেন তখন মহুয়া মৈত্র কিন্তু চুপ।

About M

Check Also

জায়েদ খানের গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় ক্যারিয়ার গেছে যেসব নায়িকার

টানা ৪ বছর ধরে চল’চ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পা’দক হিসেবে দায়িত্ব পালন করা জায়েদ খানের …