নয়াদিল্লি: ভারতে দিনের পর দিন বেড়েই চলেছে Google এবং Apple App Store-এর ব্যবহার।তাই ভারতীয় অ্যাপ ডেভেলপারদের স্বার্থে ভারতের একটি নিজস্ব অ্যাপ স্টোরের প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল অনেক আগে থেকেই। এবার আত্মনির্ভর ভারত প্রকল্পকে আরো মজবুত করতে ভারতে নিজস্ব অ্যাপ স্টোর লঞ্চ করা হল। Google Play Store বা Apple App Store-কেই টেক্কা দিতে মূলত লঞ্চ করা হয়েছে দেশি Mobile Seva App Store। তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই দেশি অ্যাপ স্টোর লঞ্চের ঘোষণা করে জানান, প্রধানমন্ত্রী দেখা স্বপ্ন ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচিকে তরান্বিত করবে এই দেশি অ্যাপ স্টোর।
ইতিমধ্যেই Mobile Seva App Store-এ চলে এসেছে প্রায় 965টি মোবাইল অ্যাপ্লিকেশনস। ভারতীয়রা এই অ্যাপগুলি ডাউনলোড করতে পারবেন রাজ্য, কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট ওয়েবসাইট থেকে। পাশাপাশি Mobile Seva App Store থেকেও ডাউনলোড করতে পারবেন। এই অ্যাপ স্টোরে দেশের বিভিন্ন রাজ্যের, বিভিন্ন প্রান্তের চাহিদা অনুসারে বিভিন্ন ক্যাটেগরি দেওয়া হয়েছে, যাতে মানুষজন নিজেদের প্রয়োজনীয়তা অনুযায়ী বিনাখরচে অ্যাপস ডাউনলোড করতে পারেন।
রাজ্যসভায় এই অ্যাপ স্টোরের ঘোষণা করে কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানিয়েছেন যে, দীর্ঘদিন ধরে অ্যাপ স্টোরের বাজার কাঁপিয়ে আসছে Google এবং Apple-এর মতো টেক জায়ান্টেরা। আর তাদেরকে টেক্কা দিতেই ভারতীয়দের জন্য ব্যাপক ভাবে কাজে আসবে Mobile Seva App Store।কোনও খরচ ছাড়াই দেশের বিভিন্ন অ্যাপ হোস্ট করা হবে এখানে।
রাজ্যসভায় পরিসংখ্যান দিয়ে রবিশংকর প্রসাদ উল্লেখ করেছেন যে, Google Play Store থেকে 50% অ্যাপ্লিকেশনই ব্যবহৃত হয় ভারতীয়দের দ্বারা। তাই ভারতীয় অ্যাপ ডেভেলপারদের এবার থেকে আর ডিজিটাল অ্যাকসেসের জন্য অন্যান্য দেশের অ্যাপ স্টোর এবং ডেভেলপারদের উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশিই বিভিন্ন বেসরকারি অ্যাপগুলিকেও সরকারি এবং সর্বোপরি দেশি এই অ্যাপ স্টোরের অংশ হওয়ার আবেদনও করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
দেশের অ্যাপ ডেভেলপার এবং মেকারেদের মূল অভিযোগ ছিল, Google Play Store-এ স্বাধীন ভাবে কাজ করা যাচ্ছিল না। এছাড়াও যদি Google বা Apple-এর মতো টেক জায়ান্টরা Play Store বা App Store হঠাৎ করেই অন্যান্য দেশের জন্য বন্ধ করে দেয়, তাহলে কী হবে? এই সব দিক ভেবেই টেক বিশেষজ্ঞরা মনে করছেন, এবার ভারতের একটা নিজস্ব অ্যাপ স্টোর থাকার ফলে নিরাপত্তার দিকটাও যেন সুনিশ্চিত হবে