২০২১-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দেশের সবচেয়ে ধনী দল বিজেপি-র সঙ্গে দেশের সবচেয়ে কম ধনী তৃণমূলের লড়াই হচ্ছে। রাহুল গান্ধী সম্প্রতি বলেছেন, “কংগ্রেস বা অন্য দলগুলি টাকার জোরে বিজেপি-র সঙ্গে পেরে উঠছে না। অন্য দল এক টাকা খরচ করলে বিজেপি ১০ টাকা খরচ করে।” সাম্প্রতিক জাতীয় দলের আর্থিক সম্পত্তির হিসেবে প্রকাশ করেছে আদিৰ নামের একটি বেসরকারি সংস্থা। তাদের রিপোর্টে দেখা যাচ্ছে বিজেপি দেশের সবচেয়ে ধনী দল আর তৃণমূল সবচেয়ে গরিব দল। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিজেপি। বিজেপি নেতাদের দাবি বিজেপি বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দল। এবার দেশের বিভিন্ন রাজনৈতিক দলের আয়কর জমার তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে দেশের সবচেয়ে সম্পদশালী দল হচ্ছে বিজেপি। তারপর রয়েছে কংগ্রেস, বিএসপি,সিপিএম এবং শেষে রয়েছে তৃণমূল।
২০১৯-এর লোকসভা নির্বাচনের আগের আর্থিক বছরে অর্থাৎ ২০১৮-১৯ অর্থবর্ষে -র সম্পত্তিটির পরিমাণ ছিল কংগ্রেসের তিন গুণেরও বেশি। সেই নিরিখে কংগ্রেস ছিল সম্পত্তির নিরিখে দ্বিতীয় রাজনৈতিক দল এবং বিজেপি ছিল প্রথম রাজনৈতিক দল। দেশের জাতীয় রাজনৈতিক দলগুলির মোট সম্পত্তির ৫৪% ছিল বিজেপির দখলে।
বেসরকারি সংগঠন এডিআর সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবর্ষে বিজেপির সম্পত্তি ছিল ২ হাজার ৯০৪ কোটি টাকা।কংগ্রেসের ৯১৮ কোটি টাকা, মায়াবতীর বিএসপি-র ৭৩৮ কোটি টাকা। এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল অনেক কম। টাকার অংকে তা ২১০ কোটি টাকা। তবে জাতীয় রাজনীতিতে এখন নামমাত্র অস্তিত্ব থাকলেও সিপিএম-এর সম্পত্তির পরিমাণ এই সময় ছিল ৫১০ কোটি টাকা। তবে অখিলেশ যাদবের এসপি দল জাতীয় দলের জায়গায় পৌঁছতে না পারলেও সম্পত্তির নিরিখে তারা এগিয়ে। এসপি-র সম্পত্তির পরিমাণ ৫২৭ কোটি টাকা।
এই সময়ের মধ্যে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ কম ছিল শুধু তা নয়। এই সময়ের মধ্যে কংগ্রেসের দেনার পরিমাণ ছিল ৭৮ কোটি টাকার চাইতেও বেশি। তবে দেশের সবচেয়ে বড় ও সবচেয়ে ধনী পার্টি বিজেপি-র বিরুদ্ধে দেশের সবচেয়ে ছোট দল ও সবচেয়ে কম টাকাওয়ালা দল যে লড়াই দিচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনে সেটা দেখার বিষয়।