ফের তৃণমূল শিবিরে ধাক্কা। রবিবার অমিত শাহের সভায় উপস্থিত থাকার কথা রয়েছে তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীর। এদিন তাঁরা অমিত শাহের এগরার সভাতেই বিজেপিতে যোগ দেবেন বলে জল্পনা। যদিও অধিকারী পরিবার বার বিজেপির তরফে এখনও এই খবর চূড়ান্ত করা হয়নি।
কিছুদিন আগে শিশির অধিকারী বলেছিলেন ছেলে শুভেন্দু যদি বলে তবে তিনি বিজেপিতে যোগ দেবেন। ইতিমধ্যেই রাজ্য বিজেপির তরফে তাঁকে অমিত শাহের জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে। শিশির অধিকারীর বাড়িতে শনিবার উপস্থিত হন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মাননীয় মনসুখ এল. মান্ডব্যজী। সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলায় বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী। এদিন বর্ষীয়ান এই তৃণমূল সাংসদকে বিজেপিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। আগামী ২১ মার্চ রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর খেজুরিতে সভা রয়েছে। সেই সভাতেই হতে পারে এই যোগদান পর্ব।
প্রসঙ্গত কিছুদিন আগে শান্তিকুঞ্জে এসে শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এরপর শুভেন্দু অধিকারীও একটি জনসভা থেকে জানান বিজেপিতে যোগ দেবেন শিশির অধিকারী। তিনি এও বলেন ২৮ মার্চ প্রধানমন্ত্রীর জনসভার আগে ২১ মার্চ অমমিত শাহের জনসভাতেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। তারপর থেকেই শান্তিকুঞ্জের দিকে নজর রাজনৈতিক মহল ও উৎসুক জনতার। আজ রবিবার খেজুরিতে সভা রয়েছে অমিত শাহের। সেখানে শিশির উপস্থিত থাকেন কিনা আপাতত সেই দিকেই নজর বাংলার।
শিশির অধিকারীর পাশাপাশি এদিন অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীরও। বিজেপির তরফে তাঁর কাছেও এসেছে আমন্ত্রণ। এই নিয়ে শনিবার দিব্যেন্দু জানিয়েছেন, “বিজেপি নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে। যোগদান প্রসঙ্গে আগামীকাল সিদ্ধান্ত নেব।”
প্রসঙ্গত, রাজনীতিতে যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে গত ডিসেম্বর মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে নাম লেখান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের বিশ্বস্ত সৈনিক তথা তৃণমূলের প্রাক্তন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বছর মেদিনীপুর কলেজের মাঠে এক বিশাল জনসভায় আনুষ্ঠানিকভাবে তিনি গেরুয়া শিবিরে নাম লেখান। তখনই নিজের বাড়িতেও পদ্ম ফুল ফোটানোর কথাও ঘোষণা করেছিলেন শুভেন্দু। তাহলে এবার কী রবিবার শাহের সভায় পদ্ম শিবিরে নাম লেখাবেন শিশির ও দিব্যেন্দু অধিকারী? যদিও সবটা সময় বলবে।