Friday , June 9 2023

বাম হাত ধরলেই ‘লাইফ জিঙ্গালালা’, পণ্যের ক্যাচ লাইনে প্রচারে মোর্চা

সব দলই ভোটের মুখে প্রচার করছে। প্যারোডি করে প্রচার সবথেকে বেশি হচ্ছে। কিন্তু বিভিন্নরকম ভাবে প্রচার একমাত্র বামেরাই করছেন। প্রচারে অভিনবত্ব বললেও ভুল হবে না। সম্প্রতি লিফলেটের মাধ্যমে পণ্য বিক্রির ধরণকে সামনে রেখে সংযুক্ত মোর্চার প্রচার করেছিল বামেরা। এবার হাতিয়ার বিভিন্ন পণ্যের বিখ্যাত বিজ্ঞাপনের স্লোগান।

যেমন টেরা হ্যায় পর মেরা হ্যায়। এটি কুড়কুরে বলে একটি খাবার রয়েছে। বিখ্যাত ক্যাচ লাইন। সেটিকে ধার করে বামেরা কটাক্ষ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অমিত শাহের ছেলেকে। বলা হয়েছে, ‘বালি আর কয়লা পাচারের রাঘব বোয়াল রাজ্যে আছে ভাইপো, এক বছরে কোম্পানির আয় ১৬হাজার গুণ বাড়িয়ে নিল শাহ পুত্র। তবু এরাই আপনার নেতা হবে, মন্ত্রী হবে, বিসিসিআইয়ের মাথায় বসে ছক কষবে’ তারপরেই টেরা হ্যায় পর মেরা হ্যায় লাইনটি। মানে খারাপটাকেই মানুষ গ্রহণ করছে। এবার মানুষকে নিজের ভুল শোধরানোর ইঙ্গিত দিচ্ছেন তাঁরা।

এরপরে টুথপেস্ট কোম্পানির ক্যাচ লাইন ,’ক্যায়া অপকে টুথপেস্ট পে নমক হ্যায়’। উত্তরে বলা হচ্ছে, ‘টুথপেস্ট এ নুন নিয়ে কি হবে? জিনিসের দাম যেভাবে বাড়ছে তাতে ঘরে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। ফুলবাবুদের বুগরুগী আর চাই না। দাম কমাবে এমন সরকার চাই। তাই…..’ মোর্চার চিহ্ন দেওয়া অর্থাৎ জিনিসের দাম কমাতে এই সরকারকে মানুষের বেছে নেওয়া উচিত। রয়েছে মেনটস নামে একটি লজেন্সের ক্যাচ লাইন, ‘দিমাগকি বাত্তি জ্বালাও’ । এর উপরে লেখা রয়েছে ‘ধর্ম , বর্ণ ,জাতপাত, খেলা, মেলা, দাড়ি, টিকি কিম্বা বিজেমূলের বায়নারি। অর্থাৎ ধর্ম নিয়ে খেলা হচ্ছে, রাজনীতি হচ্ছে। মাথা খেলিয়ে এসবকে সরাতে মানুষকে আনতে হবে জোটের সরকারকে। এরপর রয়েছে সিমেন্ট সংস্থার ক্যাচ লাইন, ‘ভাইয়া ইয়ে দিওয়ার টুটতা কিউ নেহি হ্যায়? ‘ উত্তর? টুটেগি ক্যায়সে? সংযুক্ত মোর্চা জো বনি হ্যায়। অর্থ স্পষ্ট। ভেঙে না পড়ে লড়ে যাওয়া।

রয়েছে ডিটারজেন্ট পাউডারের ‘দাগ অচ্ছে হ্যায়’ লাইন। তলায় লেখা , ‘দুর্নীতির দাগ মুছতে , দলবদলের ডিটারজেন্ট নয়, দিন বদলের মোর্চাকে সমর্থন করুন। সিধি বাত নো বাকোয়াস লিখে বলা হয়েছে যে কোনও মূল্যেই বাম সরকার চাই, তবেই মিটবে প্রয়োজনীয় চাহিদা। হম মে হ্যায় হিরো লিখে প্রার্থী তালিকায় দুই বিরোধী তৃণমূল ও বিজেপির তারকাদের রাখা নিয়ে খোঁচা দিয়ে বলা হয়েছে, তারকার দরকার নেই সাধারণ মানুষের থেকে উঠে আসা মানুষকেই প্রার্থী হিসেবে যারা বেছে নিয়েছে তাদের হাতেই রাজ্যের ব্যাটন দিক মানুষ, কারন তাঁরা বলতে চাইছেন, একজন সাধারণ মানুষই তার সমস্যা বুঝবে, কাজ করবে আগামী দিনে। রয়েছে টেলিকম সংস্থা থেকে টিভি নেটওয়ার্কের বিখ্যাত ক্যাচ লাইনও। প্রত্যেকটিতেই একটি যুক্তি দিয়ে কেন মোর্চা কে মানুষ বেছে নিলে তাদের ভালো হবে তা বলতে চাওয়া হয়েছে।

About M

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …