প্রার্থী তালিকা নিয়ে কলকাতার হেস্টিংসে দলীয় দফতরে ধুন্ধুমার কান্ডের পর জেলায় জেলায় বিজেপির বিক্ষুব্ধ কর্মীদের রোষ ফেটে পড়ছে। বিভিন্ন জেলায় দলের কার্যালয় ঘিরে চলেছে বিক্ষোভ। একইভাবে ভোটের আগে ফের প্রকাশ্যে এলো পূর্ব মেদিনীপুরে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
দলে আদি বিজেপি কর্মীদের গুরুত্ব না থাকায় এবার বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছলেন বিজেপিরই কর্মীরা। জেলার মহিষাদল বিধানসভা এলাকার বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া এলাকায় এই ঘটনা ঘটেছে।
গত কয়েক মাসে ওই এলাকা থেকে বেশ কয়েকজন বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন। এরপর থেকে দলে গুরুত্ব হ্রাস পাচ্ছিল আদি বিজেপি কর্মীদের। যার ফলে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার বিজেপি প্রার্থীর দেওয়াল লিখন মুছে দিল আদি বিজেপি কর্মীরা। আগেই প্রকাশ্যে এসে ছিল আদি বনাম নব্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব।
প্রার্থী তালিকা ঘোষণার কয়েক দিন আগে বেতকুন্ডু গ্রাম পঞ্চায়েত এলাকার তেঁতুলবেড়িয়ার বেশ কয়েকটি বিজেপির দখল করা দেওয়ায়ের ওপর আদি বিজেপি কর্মীরা লিখে দেয় ‘আমরা আদি বিজেপি’ বলে। এই খবর ব্লক স্তরের নেতৃত্বদের কানে পৌঁছানো মাত্রই ক্ষত মেরামতের চেষ্টা করেন তারা। তবে ভোটের আগে সেই ক্ষত মেরামত আর কাজে দিলো না। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই প্রচারে নেমে পড়েছিলেন ওই গ্রামের আদি ও নব্য বিজেপি কর্মীরা। দেওয়াল লিখনও প্রায় সম্পন্ন হয়ে যায়।
আদি বিজেপি কর্মীদের ক্ষোভ, দলে তাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না। ভোটের বিভিন্ন কর্মসূচিতে আদি বিজেপিদের বাদ দিয়ে দায়িত্ব দেওয়া হচ্ছে নব্য বিজেপিদের। এর ফলে মঙ্গলবার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করলেন আদি বিজেপি কর্মীরা।
মঙ্গলবার সকাল থেকে তেঁতুলবেড়িয়া গ্রামের একের পর এক বিজেপির দেওয়াল লিখন মুছতে শুরু করেন আদি বিজেপি কর্মীরা। যাকে কেন্দ্র করে ইতিমধ্যে ভোটের আগে অস্বস্তিতে পড়েছে ব্লক বিজেপি নেতৃত্বরা। ওই গ্রামের এক আদি বিজেপি কর্মী অতীন্দ্র মন্ডল বলেন, “আমরা বিজেপির পুরোনো কর্মী। দলে আমাদের বাদ দিয়ে নতুনদের গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই আমরা সমস্ত দেওয়াল লিখন মুছতে শুরু করেছি।”
যদিও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উড়িয়ে দিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ধরণের কাজ আমাদের দলের কর্মীরা করতে পারে না। কেউ বা কারা কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের কাজ করতে পারে। তবে তারা বিজেপির সঙ্গে যুক্ত নয়। বিজেপি এবার সরকারে আসছে।”
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে মহিষাদল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিলক কুমার চক্রবর্তী বলেন, “শুধু বেতকুন্ডুতে নয়, গোটা মহিষাদল ব্লকে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জেরে চৌচির হয়ে গেছে। বিজেপি যাকে প্রার্থী করেছে তাকে নিয়ে নিজেদের মধ্যে যা বিশৃংখলা রয়েছে তাতে আমরা আরও বেশি ভোটে জয়লাভ করবো।”