Thursday , June 8 2023

নন্দীগ্রামে ভোটের দিনই রাজ্যে ফের প্রচারে মোদী

বাংলায় চলতি বিধানসভা নির্বাচনে সাফল্য পেয়ে তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতা দখল করবে বিজেপি, আশাবাদী মোদী-শাহ-নাড্ডারা।

বৃহস্পতিবার ফের রাজ্যে প্রচারে নরেন্দ্র মোদী। আগামী ১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও হাওড়ার উলুবেড়িয়ায় দলী প্রার্থীদের সমর্থনে নির্বাচনী সভা করবেন নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে ওই দিনই নন্দীগ্রামে নির্বাচন।

একুশের ভোটকে পাখির চোখ করে গত কয়েকমাস ধরে ঘুঁটি সাজাতে শুরু করেছিলেন মোদী-শাহ-নাড্ডারা। ইতিমধ্যেই রাজ্যে প্রথম পর্বের নির্বাচন হয়ে গিয়েছে। প্রথম পর্বে রাজ্যের ৩০ আসনে ভোটগ্রহণ হয়েছে। প্রথম পর্বের ভোট মিটতেই এরাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় জানান, প্রথম পর্বের ভোট নিয়ে তাঁরা সন্তুষ্ট। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন নির্বিঘ্নে হয়েছে বলে সেদিনই তিনি দাবি করেন।

বাংলায় প্রথম দফার ভোটে ৩০ আসনের মধ্যে ২৬টিতেই জয় পাবেন বিজেপি প্রার্থীরা। দিল্লিতে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহ। যা নিয়ে পরে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের ফল প্রকাশের আগেই কীভাবে আসন জেতা নিয়ে অমিত শাহ এই দাবি করছেন বা এর পিছনে ইভিএম কারসাজি হয়েছে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো।

গত কয়েক সপ্তাহে রাজ্যের বিভিন্ন জেলায় ঘুরে-ঘুরে প্রচার সেরেছেন নরেন্দ্র মোদী। এবার তাঁর লক্ষ্য দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া। আগামী ১ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই জেলা তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। এবার শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা জেলাতেই তিন দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। যা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার জয়নগরের পাশাপাশি হাওড়ার উলুবেড়িয়াতেও সভা করবেন মোদী।

বাংলার ভোট এবার আট দফায়। একমাত্র বাংলাতেই সবচেয়ে বেশি সময় ধরে চলবে নির্বাচনী প্রক্রিয়া। ইতিমধ্যেই গত ২৭ মার্চ রাজ্যে প্রথম দফার নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট ১ এপ্রিল। ৩০টি আসনে হবে ভোট গ্রহণ। তৃতীয় দফায় ৬ এপ্রিল ৩১ টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট ভোট ২৭ মার্চ। এই দফায় ভোট হবে ৩০টি আসনে।

তথ্যসুত্রঃ kolkata24x7

About TheBDmag

Check Also

প্রার্থী না হয়েও যেভাবে জিতলেন মমতার ভাইপো অভিষেক

বিজেপির বড় বড় প্রার্থীদের বিরুদ্ধে হাত ধরাধরি করে লড়াই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভাইপো অভিষেক …