দু’ঘণ্টারও বেশি সময় পরে নন্দীগ্রামের বয়ালের সাত নম্বর বুথ থেকে কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করে বের করা হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে বের করে আনেন মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এদিন বয়ালের বুথে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গিয়ে কথা বলেন নির্বাচনী আধিকারিকরা৷ তাঁদের ভোট প্রক্রিয়া নিয়ে বিস্তর অভিযোগ জানান তৃণমূলনেত্রী৷ শেষমেশ বুথের বাইরে থেকে ভিতর পর্যন্ত কার্যত কর্ডন তৈরি করে পুলিশ, কেন্দ্রীয় বাহিনী৷ হুইল চেয়ারে বসেই বের করে আনা হয় তৃণমূলনেত্রীকে৷
তুমুল উত্তেজনা নন্দীগ্রামে৷ সকাল থেকেই উত্তপ্ত ছিল নন্দীগ্রামের বয়াল৷ সাত নম্বর বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ বয়াল মোকতব প্রাথমিক স্কুলের ঘটনা৷ খবর পেয়েই বুথে যান তৃণমূল সুপ্রিমো৷ মমতা বন্দ্যোপাধ্যায় বুথে ঢুকতেই উত্তেজনা বেড়ে যায়৷ বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা৷ বুথেই আটকে পড়েন তৃণমূল সুপ্রিমো৷ বুথের বাইরে উত্তেজিত বিজেপি কর্মীরা জয় শ্রী রাম স্লোগান তুলতে থাকেন৷ ঘটনাস্থলে থাকা তৃণমূল কর্মীদের সঙ্গে তুমুল বচসা, হাতাহাতি বেধে যায় দু’পক্ষের৷
পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বহু চেষ্টা করেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বের করতে পারেননি৷ বাইরে আনলে তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভের আশঙ্কা বেড়ে যায়৷ পরে বিশাল পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনী, RAF, মহিলা পুলিশ যায় বয়ালের সেই বুথে৷ বুথের বাইরে থেকে ভিতর পর্যন্ত কর্ডন করা হয়৷ অন্য কেউ যাতে সেই বেস্টনীর মধ্যে ঢুকতে না পারেন তার ব্যবস্থা করে বাহিনী৷ কড়া নিরাপত্তায় বয়ালের সাত নম্বর বুথ থেকে বের করে আনা হয় তৃণমূল সুপ্রিমোকে৷
এদিন প্রায় দু’ঘণ্টা পর হুইল চেয়ারে বসিয়ে নন্দীগ্রামের বয়ালের সাত নম্বর বুথ থেকে বের করে আনা হয় তৃণমূল সুপ্রিমোকে৷ বুথের বাইরে বের করে এনেও এদিন বেশ কিছুটা রাস্তা হুইল চেয়ারে বসিয়ে আনা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ রাস্তার দুধারে থাকা অসংখ্য মানুষের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তৃণমূল সুপ্রিমোকে৷ নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি যাতে না হয় সেব্যাপারে সজাগ দৃষ্টি ছিল পুলিশের৷